নবীগঞ্জে ভয়াবহ অগ্নিকান্ড ১৫ লক্ষ টাকার ক্ষতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২১, ৩:৩৭:৪৪ অপরাহ্ন

নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
নবীগঞ্জ উপজেলার ইনাতগঞ্জ ইউনিয়নের বান্দেরবাজারে লন্ডন প্রবাসী মায়াজ উল্লার ভাড়াটিয়ার বাসায় ভয়াবহ অগ্নিকান্ড ঘটেছে। আগুনে পুড়ে গেছে পুরো বাসা। এতে নগদ অর্থ, স্বর্ণালংকারসহ প্রায় ১৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন বান্দেরবাজারের কৃতিশ বৈদ্যর পুত্র শ্রীকান্ত বৈদ্য (৩৪)।
জানা যায়, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা ৭টা নাগাদ বান্দেরবাজারের লোকজন শ্রীকান্ত বৈদ্য’র বাসায় আগুন দেখতে পান। এসময় স্থানীয় লোকজন বালি এবং পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন। প্রায় একঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে। এর আগেই পুরো ঘর পুড়ে যায়। আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে ছুটে আসে নবীগঞ্জ ফায়ার সার্ভিসের লোকজন। পরে তারাও আগুন নেভানোর কাজে অংশ নেন।
বান্দেরবাজারে অবস্থানরত ডা: নিজামুল ইসলাম চৌধুরী বলেন, এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফলে বড় ধরনের দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল বাজারটি।
ক্ষতিগ্রস্ত শ্রীকান্ত বৈদ্য জানান, তিল তিল করে জমানো বিদেশ যাবার তিন লক্ষ টাকা, স্বর্ণালংকারসহ সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এখন পরনের কাপড় ছাড়া অবশিষ্ট আর কিছুই রইলোনা। একপর্যায়ে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।
ইনাতগঞ্জ পুলিশ ফাঁড়ির ইনচার্জ শামসুদ্দিন খাঁন বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। তবে, আগুনে সম্পূর্ণ ঘরটি পুড়ে ছাই হয়ে গেছে।
নবীগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মকর্তা জাকির হোসেন জানান, বৈদ্যুতিক সট সার্কিট থেকে অগ্নিকান্ড ঘটতে পারে।