logo
৯ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৫শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ
  • হোম
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
  • সিলেট বিভাগ
    • সিলেট
    • সুনামগঞ্জ
    • হবিগঞ্জ
    • মৌলভীবাজার
  • অনলাইন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • ক্রীড়া
    • ক্রিকেট
    • ফুটবল
    • অন্যান্য খেলা
  • ডাক বিনোদন
  • প্রবাস
  • ধর্ম
    • ইসলাম
    • অন্যান্য
  • উপসম্পাদকীয়
  • সম্পাদকীয়
  • অন্যান্য
    • শিক্ষা
    • সাহিত্য
    • মুক্তিযুদ্ধ
    • স্বাস্থ্য
    • শিশু মেলা
    • ইতিহাস- ঐতিহ্য
    • সাজসজ্জা
    • লাইফস্টাইল
    • মহিলা সমাজ
    • পাঁচ মিশালী
    • আমাদের পরিবার
  • ই-পেপার
  • হোম
  • আজকের পত্রিকা
  • ই-পেপার
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • মৌলভীবাজার
  • সুনামগঞ্জ
  • হবিগঞ্জ
  • অনলাইন
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • বিশেষ প্রতিবেদন
  • উপসম্পাদকীয়
  • ফিচার
  • অন্যান্য দেশ
  • যুক্তরাজ্য
  • যুক্তরাষ্ট্র
  • অর্থনীতি
  • করোনা
  • ক্রীড়া
  • অন্যান্য খেলা
  • ক্রিকেট
  • ফুটবল
  • স্থানীয় ক্রিকেট
  • ডাক বিনোদন
  • ধর্ম
  • অন্যান্য
  • ইসলাম
  • পাঁচ মিশালী
  • প্রবাস
  • বিজ্ঞপ্তি
  • মহিলা সমাজ
  • মাল্টিমিডিয়া
  • মুক্তিযুদ্ধ
  • লাইফস্টাইল
  • ইতিহাস- ঐতিহ্য
  • শিশু মেলা
  • সাজসজ্জা
  • শিক্ষা
  • সম্পাদকীয়
  • সাহিত্য
  • শিল্প
  • স্বাস্থ্য
  • বিশেষ সংখ্যা
  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact
শিরোনাম
  • সৈয়দা জেবুন্নেছা হকসহ ৫ নারী বঙ্গমাতা ফজিলাতুন নেছা মুজিব পদক পেলেন
  • তিনি সংগ্রামমুখর জীবনের উজ্জ্বল দৃষ্টান্ত
  • লক্ষ্য অর্জনে ধৈর্য ধরে কাজ করবে ঢাকা ও বেইজিং
  • গ্রেনেড ছুঁড়ে আওয়ামী লীগকে দমিয়ে রাখা যাবে না
  • নগরীতে সিএনজি অটোরিকশার ভাড়া নিয়ে চরম নৈরাজ্য
  1. হোম
  2. অনলাইন

নব্য স্নায়ুযুদ্ধ ও চীনা ঋণের ফাঁদ


সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ জুলাই ২০২২, ৫:৩১:০৮ অপরাহ্ন
নব্য স্নায়ুযুদ্ধ ও চীনা ঋণের ফাঁদ

আনিস চৌধুরী
উন্নয়নশীল দেশগুলোকে চীনের ঋণ প্রদানের হার বৃদ্ধির সঙ্গে ‘ঋণের ফাঁদ’ নামক অভিযোগে চীনকে দণ্ডিত করার প্রবণতা দ্রুততার সঙ্গে বৃদ্ধি পাচ্ছে। অথচ অন্য ঋণদাতাদের ঋণ প্রদানের হার কমে যাওয়ায় উন্নয়নের লক্ষ্যে চীন অর্থায়ন বৃদ্ধি করেছে। চীনা ঋণ-সংক্রান্ত নেতিবাচক প্রচার-প্রচারণা নতুন স্নায়ুযুদ্ধে হাতিয়ার হিসেবে ব্যবহূত হচ্ছে।

ঋণফাঁদ কূটনীতি কী?
‘ঋণফাঁদ কূটনীতি’- বেশ চটকদার এই শব্দযুগল ২০১৭ সালে ভারতীয় ভূ-কৌশলবিদ ব্রহ্মা চেলানি প্রথম ব্যবহার করেন। তাঁর মতে, যখন কোনো ঋণগ্রস্ত দেশ অর্থ প্রদানের শর্তাবলি পূরণ করতে পারে না, তখন অর্থনৈতিক বা রাজনৈতিক বিভিন্ন সুবিধা লাভে চীন সেই দেশকে ঋণ প্রদান করে। এভাবে দরিদ্র দেশগুলোকে ঋণে জর্জরিত করার মধ্য দিয়ে চীন প্রধানত সেসব দেশের ওপর আধিপত্য বিস্তার করে।

চীনের বিরুদ্ধে অপপ্রচারের জন্য তাঁর এই শব্দযুগলকে যে ব্যাপক হারে ব্যবহার করা হচ্ছে; তাতে অবাক হওয়ার কিছু নেই। বাধিতভাবে হার্ভার্ডের বেলফার সেন্টার ক্রমঅগ্রসরমান এই এশীয় শক্তির ভূ-কৌশলগত স্বার্থ-সম্পর্কিত এক নেতিবাচক ব্যাখ্যা দাঁড় করিয়েছে। এদিকে, অন্য অনেক বিষয়ের মতোই বাইডেন প্রশাসন এ ব্যাপারে ট্রাম্পের নীতি অনুসরণ করছে। এমনকি পশ্চিমা গবেষকরাও সাধারণ পর্যায়ে চীন বিতর্কের নতুনভাবে বর্ণিত এ আখ্যান নিয়ে সন্দিহান। লন্ডনের চ্যাথাম হাউসের এক গবেষণার উপসংহারে বলা হয়, এটি সম্পূর্ণরূপে ভুল, ত্রুটিপূর্ণ এবং এর সত্যতা যাচাই করার মতো কোনো বাস্তব প্রমাণ নেই। ১৮ বছরে ১৬৫ দেশে ১৩ হাজার ৪২৭টি প্রকল্পে চীনের ঋণ ব্যবস্থাপনা নিয়ে গবেষণা করে যুক্তরাষ্ট্রভিত্তিক গ্লোবাল রিসার্চ ইনস্টিটিউট এইডডেটা। ঋণখেলাপির পর চীনের বিদেশি সম্পদ অধিগ্রহণের একটি উদাহরণও তারা খুঁজে পায়নি।
উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার লক্ষ্যে এই ‘ঋণফাঁদ কূটনীতি’ ব্যাখ্যা করা হলেও এটি ঋণ প্রদানের প্রকৃত প্রভাব স্পষ্টভাবে তুলে ধরতে ব্যর্থ হয়েছে। অবকাঠামো ও উৎপাদনশীল বিনিয়োগ প্রকল্পের জন্য বেশিরভাগ ক্ষেত্রে চীন ঋণ প্রদান করে। এটি দাতা-নির্ধারিত কোনো ‘পলিসি ঋণ’ নয়। কিছু দেশ ‘অতিরিক্ত ঋণ’ গ্রহণ করলেও বেশিরভাগ দেশই তা করে না। আর ব্যবসায়িক চুক্তিতে জটিলতা হতেই পারে; বাস্তবে অধিকাংশ ক্ষেত্রেই তা হয় না।
যদিও প্রকল্পের জন্য নেওয়া ঋণে প্রকল্প বাস্তবায়নে ইচ্ছাকৃত অপব্যবহারের সুযোগ কম থাকে; ঋণগ্রহীতা দেশ সাধারণত কোণঠাসা অবস্থায় থাকে। ঋণের উৎস যেটাই হোক না কেন; বিদেশি বিনিয়োগ এবং অর্থায়নের বিভিন্ন শর্তের কারণে এমনটি হয়ে থাকে। তাই শুধু চীন থেকে ঋণ গ্রহণের ক্ষেত্রেই নয়; এ ধরনের ঋণ গ্রহণের ফলাফল ভিন্ন হতে পারে।
শ্রীলঙ্কা
চীনা ঋণের ফাঁদ নামক অপপ্রচারে সবচেয়ে বেশি উল্লেখ করা হয় শ্রীলঙ্কার হাম্বানটোটা বন্দরের ঘটনা। সাধারণ মিডিয়ার ধারণা, শ্রীলঙ্কা যাতে ঋণ সংকটে পড়ে, এ জন্য চীন এই বন্দর নির্মাণে ঋণ প্রদান করেছিল। পরে এই পূর্বানুমান অনুসারেই ঋণ মওকুফের বিনিময়ে চীন এই বন্দর দখল করে এবং চীনা নৌবাহিনী এটি ব্যবহার শুরু করে।
কিন্তু বিভিন্ন স্বতন্ত্র গবেষণা এই ব্যাখ্যাকে ভুল প্রমাণ করে। গত বছর দি আটলান্টিক ‘চীনা ঋণের ফাঁদ একটি মিথ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশ করে। এর সাবটাইটেলে বলা হয়, ‘এই ব্যাখ্যা বেইজিং এবং এর সঙ্গে জড়িত উন্নয়নশীল দেশ- উভয়কেই ভুলভাবে উপস্থাপন করেছে।’
প্রতিবেদনে বলা হয়, ‘আমাদের গবেষণায় উঠে এসেছে, চীনা ব্যাংকগুলো বিদ্যমান ঋণের শর্তাবলি পুনর্গঠন করতে আগ্রহী এবং প্রকৃতপক্ষে এটি কোনো দেশ থেকে সম্পদ নিজেদের অধিকারে নেয়নি; আর হাম্বানটোটা থেকে তো একেবারেই নয়।’
এই প্রকল্প চালু করেছিলেন শ্রীলঙ্কার তৎকালীন প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপাকসে; চীন বা এর কোনো ব্যাংকার নয়। কানাডিয়ান ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি এবং ডেনিশ ইঞ্জিনিয়ারিং ফার্ম রামবোল এর সম্ভাব্যতা যাচাই করে এটি কার্যকর হবে বলে সিদ্ধান্ত দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারত উভয়ে শ্রীলঙ্কার ঋণের অনুরোধ প্রত্যাখ্যান করার পরেই কেবল নির্মাণ প্রতিষ্ঠান চায়নিজ হারবার গ্রুপের সঙ্গে জড়িত হয়।
শ্রীলঙ্কার কাঠামোগত অর্থনৈতিক দুর্বলতা এবং বৈদেশিক ঋণ কাঠামোর ফলে পরে দেশটিতে ঋণ সংকট তৈরি হয়। পশ্চিমা-অধ্যুষিত পুঁজিবাজার থেকে অত্যধিক ঋণ গ্রহণকে এর জন্য দায়ী করেছে চ্যাথাম হাউস প্রতিবেদন; চীনা কোনো ব্যাংককে নয়। এমনকি যুক্তরাষ্ট্রের প্রভাবশালী জার্নাল ফরেন পলিসিও শ্রীলঙ্কার অর্থনৈতিক সংকটের জন্য চীনা ঋণের ফাঁদকে দায়ী করেনি। এর পরিবর্তে বলে, ‘শ্রীলঙ্কা বহু বছর ধরে যে উন্নয়ন সহায়তা গ্রহণে অভ্যস্ত হয়ে পড়েছে, তার ক্ষতি পোষাতে ঋণ ব্যবস্থাপনা কৌশল সফলভাবে বা দায়িত্বশীলতার সঙ্গে আপডেট করেনি।’
যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের কোয়ান্টেটিভ ইজিং সংকুচিত করার সিদ্ধান্তে বিশ্ববাজারে সুদের হার বাড়ছে এবং এর কারণে ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধি পাচ্ছে। শ্রীলঙ্কার পশ্চিমা-অধ্যুষিত পুঁজিবাজার ঋণ পরিশোধ সংক্রান্ত সমস্যা অব্যাহত থাকায় দেশটি আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে সাহায্য চাইতে বাধ্য হয়। তাই কেউ কেউ যুক্তি দেন- চীন থেকে আরও বেশি ঋণ নেওয়াই এ প্রজাতান্ত্রিক দ্বীপরাষ্ট্রের জন্য সবচেয়ে সঠিক সিদ্ধান্ত হবে।
বাস্তবিক পক্ষে শ্রীলঙ্কা বৈদেশিক ঋণ পরিশোধে ব্যর্থ হওয়ার পর ঋণের সঙ্গে সম্পদ বিনিময়ের মতো কোনো ঘটনা ঘটেনি। এর পরিবর্তে একটি চীনা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান ১ দশমিক ১ বিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বন্দরটি ইজারা নেয়। এভাবে শ্রীলঙ্কা নিজেদের বৈদেশিক রিজার্ভ বৃদ্ধি করে এবং অন্যান্য দেশ, বিশেষত পশ্চিমা ঋণদাতাদের কাছে তাদের ঋণ পরিশোধ করে। এ ছাড়া শ্রীলঙ্কার দক্ষিণ নৌ কমান্ডের অধীন এই বন্দর চীনা নৌবাহিনীর জাহাজ ব্যবহার করতে পারে না। ‘এক কথায়, হাম্বানটোটা পোর্ট ঘটনায় চীনা কৌশলের তেমন নজির পাওয়া যায়নি, তবে শ্রীলঙ্কার প্রশাসনিক দুর্বলতার অসংখ্য প্রমাণ মিলেছে।’
মালয়েশিয়া
মালাক্কা প্রণালিতে প্রভাব বিস্তারের জন্যও মিডিয়া চীনকে অভিযুক্ত করেছে। চীনের তেল আমদানির প্রায় ৮০ শতাংশ এই প্রণালি দিয়ে আসে। আর এ জন্যই বেইজিং মালয়েশিয়ার বিতর্কিত ইস্ট কোস্ট রেল লিংকে (ইসিআরএল) ঋণ প্রদান বৃদ্ধি করেছে বলে দাবি করেন ‘ঋণফাঁদ’ প্রবক্তারা।
চ্যাথাম হাউসের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ‘ভূ-রাজনীতি নয়, বরং শ্রীলঙ্কার মতোই ক্ষমতার লোভে চীনা বিনিয়োগ এবং উন্নয়ন অর্থায়নকে কাজে লাগিয়ে অভ্যন্তরীণ রাজনৈতিক এজেন্ডাকে এগিয়ে নিতে ঋণগ্রহীতা সরকারের প্রচেষ্টা এখানে মূল সমস্যা।’
অভিযুক্ত মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাক ইসিআরএল চালু করেছিলেন। মূলত চীনের বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের অংশ হিসেবে পেনিনসুলার মালয়েশিয়ার কম উন্নত পূর্ব উপকূলের উন্নয়নের জন্য এটি এমন সব বিকল্পকে প্রত্যাখ্যান করে, যা কম ব্যয়বহুল কিন্তু অত্যন্ত প্রয়োজনীয় ছিল। সম্ভবত অসৎ উদ্দেশ্যেই প্রয়োজনের তুলনায় ঋণ গ্রহণের পরিমাণ ছিল অনেক বেশি। নাজিবের রাজনৈতিক ফায়দা হাসিলের লক্ষ্যে ঋণ পরিশোধে বিলম্ব করার জন্যই ঋণের শর্তাবলি গঠন করা হয়েছিল, যাতে পরবর্তী প্রজন্মের কাছে এই ঋণের বোঝা বর্তায়। অর্থাৎ যদি কোনো চীনা কর্মকর্তার যোগসাজশ না থাকে, তবে এ ধরনের অপব্যবহারের দায় ঋণগ্রহীতার; ঋণদাতার নয়।
সময়ানুগ জোটনিরপেক্ষতা
অর্ধশতকের বেশি সময় ধরে পশ্চিমা দাতারা প্রতিশ্রুতি ভঙ্গের পর চীনের উন্নয়ন খাতে অর্থায়ন ‘দক্ষিণ-দক্ষিণ সহযোগিতা’ জোরদার করেছে। এরই মধ্যে বৈশ্বিক উষ্ণতা, বৈশ্বিক মহামারি এবং ইউক্রেন যুদ্ধের কারণে টেকসই উন্নয়ন অর্জনে অর্থায়নের প্রয়োজনীয়তা বৃদ্ধি পেয়েছে।
নব্য স্নায়ুযুদ্ধ এবং অর্থনৈতিক নিষেধাজ্ঞার নতুন পথ তৈরি হওয়ার ফলে যে অনভিপ্রেত ক্ষতিসাধন হয়েছে, তা উন্নয়নশীল দেশ ও উন্নয়ন খাতে অর্থায়নকে ব্যাহত করেছে। এই নতুন পরিস্থিতি মোকাবিলা করার লক্ষ্যে আমাদের এমন প্রতিকূল সময়ে উন্নয়নশীল দেশগুলোকে নতুন জোটনিরপেক্ষ আন্দোলন গড়ে তোলার কথা বিবেচনা করতে হবে।
লেখক : অধ্যাপক।

শেয়ার করুন




অনলাইন এর আরও খবর
মহররম : হাহাকারের বেদনায় স্মৃতিমধূর মাস

মহররম : হাহাকারের বেদনায় স্মৃতিমধূর মাস

পবিত্র আশুরার চেতনা

পবিত্র আশুরার চেতনা

সারাদেশে ২ দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপি’র

সারাদেশে ২ দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপি’র

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কল্যাণে পরিচিতি পেলো জগন্নাথপুরের ইয়াসমিন

বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কল্যাণে পরিচিতি পেলো জগন্নাথপুরের ইয়াসমিন

সর্বশেষ সংবাদ
মহররম : হাহাকারের বেদনায় স্মৃতিমধূর মাস
মহররম : হাহাকারের বেদনায় স্মৃতিমধূর মাস
পবিত্র আশুরার চেতনা
পবিত্র আশুরার চেতনা
সারাদেশে ২ দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপি’র
সারাদেশে ২ দিনের বিক্ষোভ কর্মসূচির ঘোষণা বিএনপি’র
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কল্যাণে পরিচিতি পেলো জগন্নাথপুরের ইয়াসমিন
বার্মিংহাম কমনওয়েলথ গেমসের কল্যাণে পরিচিতি পেলো জগন্নাথপুরের ইয়াসমিন
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির প্রতিবাদে ওয়ার্কার্স পার্টির মানববন্ধন
রত্নগর্ভা মা সুকৃতি বালা ভৌমিকের শ্রাদ্ধানুষ্ঠান কাল
রত্নগর্ভা মা সুকৃতি বালা ভৌমিকের শ্রাদ্ধানুষ্ঠান কাল
লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন ১৭ আগস্ট
লিডিং ইউনিভার্সিটির সামার সেমিস্টারের ওরিয়েন্টেশন ১৭ আগস্ট
<span style='color:#000;font-size:18px;'>ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবির তিন গবেষক</span><br/> বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা বৃদ্ধির বিকল্প নেই ——–শাবি ভিসি
ভিসি অ্যাওয়ার্ড পেলেন শাবির তিন গবেষক
বিশ্ববিদ্যালয়কে আন্তর্জাতিক মানসম্পন্ন করতে গবেষণা বৃদ্ধির বিকল্প নেই ——–শাবি ভিসি
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম
বিশ্ববাজারে আরও কমলো জ্বালানি তেলের দাম
বঙ্গমাতার জীবন থেকে বিশ্বের নারীরাও শিক্ষা নিতে পারে : প্রধানমন্ত্রী
বঙ্গমাতার জীবন থেকে বিশ্বের নারীরাও শিক্ষা নিতে পারে : প্রধানমন্ত্রী
বিমানবন্দরে যাত্রীকে চড় দেওয়ায় কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
বিমানবন্দরে যাত্রীকে চড় দেওয়ায় কাস্টমস কর্মকর্তা বরখাস্ত
খোলাবাজারে ডলারের দাম ছাড়াল ১১৫ টাকা
খোলাবাজারে ডলারের দাম ছাড়াল ১১৫ টাকা
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬
দেশে করোনায় আরও ৩ জনের মৃত্যু, শনাক্ত ২৯৬
<span style='color:#000;font-size:18px;'>সকল আসামি পলাতক </span><br/> জগন্নাথপুরের দুলা মিয়া হত্যা মামলায় ১ জনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
সকল আসামি পলাতক
জগন্নাথপুরের দুলা মিয়া হত্যা মামলায় ১ জনের আমৃত্যু ও ৫ জনের যাবজ্জীবন কারাদন্ড
শাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক কমিটি গঠন
শাবিতে ‘মহান মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ শিক্ষকবৃন্দ’র আহ্বায়ক কমিটি গঠন




© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২০

সম্পাদকমন্ডলীর সভাপতি : রাগীব আলী
সম্পাদক : আব্দুল হাই

কার্যালয় : মধুবন সুপার মার্কেট (৫ম তলা), বন্দরবাজার, সিলেট-৩১০০ ।
ফোন : পিএবিএক্স +৮৮ ০২৯৯৬৬৩১২৩৪, বিজ্ঞাপন: +৮৮ ০২৯৯৬৬৩৮২২৭
ই-মেইল: sylheterdak@yahoo.com
বিজ্ঞাপন : sylheterdakadv@gmail.com

  • Terms and Conditions
  • Privacy Policy
  • Contact

Developed by: Web Design & IT Company in Bangladesh

Go to top