নাজিরবাজারে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ফেলে চালকের চম্পট
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৬:০০:২৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : দক্ষিণ সুরমার নাজিরবাজারের পার্শ্ববর্তী গ্রাম নরসিংপুরের রাস্তায় দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল ফেলে চম্পট দিয়েছেন চালক। রেজিস্ট্রেশন বিহীন মহিন্দ্র মোটর সাইকেলটি স্থানীয় জনতা উদ্ধার করে ইউপি সদস্যের জিম্মায় দিয়েছেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, গ্রামের রাস্তা দিয়ে রেজিস্ট্রেশনবিহীন একটি মোটরসাইকেল চালিয়ের যাওয়ার সময় সড়কের মোড়ে দুর্ঘটনার শিকার হন জনৈক ব্যক্তি। স্থানীয়রা ওই ব্যক্তিকে উদ্ধার করতে এগিয়ে গেলে উঠে দৌঁড়ে পালান তিনি। তাকে পালাতে দেখে লোকজন মনে করেন- মোটরসাইকেলটি হয়ত চুরি করে নিয়ে আসছিলেন ওই ব্যক্তি। তাই দুর্ঘটনার পর মোটরসাইকেল ফেলে রেখে দৌঁড়ে পালিয়ে যান তিনি।
এ ব্যাপারে স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম মনির জানান, আরোহীকে না পেয়ে দুর্ঘটনা কবলিত মোটর সাইকেলটি একটি বাড়িতে রাখা হয়েছে। ইউপি চেয়ারম্যানের সাথে আলাপ করে মোটর সাইকেলটি থানায় জমা দেয়ার প্রক্রিয়া চলছে বলেও জানান তিনি।