নাসিরসহ ৫ জনের ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৫ জুন ২০২১, ১:১৫:৪৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
অভিনেত্রী পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার ঘটনায় গ্রেফতার হওয়া পাঁচ আসামির বিরুদ্ধে ১০ দিনের রিমান্ড চাইবে পুলিশ। আজ মঙ্গলবার (১৫ জুন) দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।
মামলার বাকি তিন আসামি হলেন- লিপি আক্তার (১৮), সুমি আক্তার (১৯) ও নাজমা আমিন স্নিগ্ধা (২৪)।
মঙ্গলবার ডিবি গুলশান জোনাল টিমের এসআই মানিক কুমার সিকদার বলেন, গতকাল রাত ১২টার দিকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বিমানবন্দর থানায় মামলাটি নথিভুক্ত করা হয়। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে সোপর্দ করে ১০ দিনের রিমান্ড চাওয়া হবে।
গতকাল বিকালে রাজধানীর উত্তরা এলাকায় এক হাজার পিস ইয়াবা, বিদেশি মদসহ পাঁচ আসামিকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
এর আগে সকালে চিত্রনায়িকা পরীমনি ধর্ষণচেষ্টা ও হত্যাচেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদ, অমিসহ ছয়জনের বিরুদ্ধে সাভার থানায় মামলা করেন।