নির্বাচনে জালিয়াতির দায়ে সু চিকে ৩ বছরের কারাদণ্ড
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ সেপ্টেম্বর ২০২২, ৪:২৩:১৯ অপরাহ্ন

ডাক ডেস্ক : ২০২০ সালে অনুষ্ঠিত হওয়া জাতীয় নির্বাচনে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চি।
গতকাল শুক্রবার জান্তা সরকারের একটি আদালত তাকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ নির্বাচনে সামরিক বাহিনীর পৃষ্ঠপোষকতায় তৈরি দলকে পরাজিত করে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি (এনএলডি) সংসদে বিপুল সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে। ক্ষমতা গ্রহণ করার পর ২০২১ সালের ফেব্রুয়ারিতে সেনা অভ্যুত্থানের মাধ্যমে তাকে ক্ষমতাচ্যুত করে আটক করা হয়। এরপর থেকে দুর্নীতি ও উসকানিসহ বেশ কয়েকটি অপরাধে দোষী সাব্যস্ত করা হয়েছে নোবেল বিজয়ী এ নেত্রীকে। এসব অভিযোগে এরই মধ্যে তাকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছে জান্তা সরকার নিয়ন্ত্রিত আদালত। তবে, অং সান সু চি তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করে আসছেন। সু চি মিয়ানমারের কয়েক দশকের সামরিক শাসনের বিরোধিতাকারী হিসেবে পরিচিত।
পরিচয় প্রকাশ না করা শর্তে সামরিক বাহিনীর এক সদস্য রয়টার্সকে বলেছেন, কঠোর পরিশ্রম কী হবে তা স্পষ্ট নয়। এছাড়া মিয়ানমারের সাবেক প্রেসিডেন্ট উইন মিন্টকেও একই সাজা দেয়া হয়েছে। এ বিষয়ে ক্ষমতাসীন জান্তা সরকারের একজন মুখপাত্রের কাছে জানতে চাইলে তিনি তাৎক্ষণিকভাবে মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেছে, সু চিকে যথাযথ প্রক্রিয়া মেনেই কারাদণ্ড দেয়া হয়েছে।