দক্ষিণ সুরমায় খাবার বিতরণ
নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে ———-হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৮:০০:২৪ অপরাহ্ন

সিলেট-৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন বাঙ্গালি জাতির গর্ব। যার জন্ম না হলে স্বাধীন দেশ হত না। বাঙ্গালির স্বপ্নকে নস্যাত করতে স্বাধীনতার শক্ররা ১৫ আগস্ট তাঁকে সপরিবারে হত্যা করেছিল। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেঁচে আছেন বলে বাঙ্গালির স্বপ্ন বেঁচে আছে। শেখ হাসিনার সরকারের উন্নয়ন অব্যাহত রাখতে আগামী নির্বাচনে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
যুক্তরাষ্ট্র জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সদস্য, সাবেক ছাত্রনেতা মোঃ জুয়েল আহমদের উদ্যোগে ১৫ আগষ্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু পরিবারের সকল শহীদ সদস্যদের স্মরণে গৃহিত মাসব্যাপী কর্মসূচির অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার চন্ডিপুল পয়েন্টে দোয়া মাহফিল ও রান্না করা খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথা বলেন। দক্ষিণ সুরমা উপজেলা জাতীয় শ্রমিক লীগের কার্যকরি সভাপতি ও ক্যাম্পেইন ফর জুয়েল আহমদ গ্রুপের চীফ এডমিন কিবরিয়া আহমদ অপুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক হাজী ফারুক আহমদ, ধর্ম সম্পাদক হাজী রইছ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সাইফুল আলম, সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, সহ সভাপতি মাসুক উদ্দিন আহমদ, শ্রম সম্পাদক পংকি মিয়া, ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক নজরুল ইসলাম, সহ প্রচার সম্পাদক মাহমুদুল হাসান বাবলু, সদস্য ও জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ওয়েস আহমদ, মোল্লারগাঁও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জবরুল ইসলাম জগলু, মহানগর শ্রমিক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জাকারিয়া আহমদ টিপু, উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্বাস আলী, সাংগঠনিক সম্পাদক মুজিবুর রহমান, সহ সভাপতি হারুনুর রশিদ, যুগ্ন সম্পাদক রাজা আহমদ, তথ্য ও গবেষণা সম্পাদক মাতাব উদ্দিন, দপ্তর সম্পাদক আকবর আলী, সিলেট জেলা সিএনজি মালিক সমিতির সভাপতি শাহ দিলোওয়ার প্রমুখ।-বিজ্ঞপ্তি