নিষিদ্ধ আনসার আল ইসলামের সদস্য কাজী বাপ্পি জেল হাজতে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৩:২৯:৪৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেটে নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের সদস্য কাজী বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদ ওরফে তারেক বিন জিয়া ওরফে মোল্লা আক্তার মো. মনসুর (৩৫) কে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। গতকাল শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়। এ সময় পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করে। বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর থানার পরিদর্শক (তদন্ত) মো. জসিম উদ্দিন। এর আগে বৃহস্পতিবার নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলাম সংগঠনের সদস্য কাজী বাপ্পি আহমেদ ওরফে সাজ্জাদকে নগরীর কলবাখানির একটি বাসা থেকে বিভিন্ন প্রকার উগ্রবাদী ও উস্কানিমূলক পোস্টের ৩৩ পাতা স্কিনশর্ট-এর প্রিন্ট কপি এবং ১০ টি জিহাদী লিফলেটসহ কাজী বাপ্পি আহমেদকে গ্রেফতার করে র্যাব।