পবিত্র আশুরা আগামীকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৯ আগস্ট ২০২১, ২:২৬:৪৭ অপরাহ্ন

ডাক ডেস্ক : পবিত্র আশুরা আগামীকাল শুক্রবার। ফলে এ উপলক্ষে সরকারি প‚র্বনির্ধারিত ছুটি একদিন পিছিয়ে দেওয়া হয়েছে। সরকারের বাৎসরিক ছুটির দিনপঞ্জি অনুযায়ী আজ বৃহস্পতিবারের পরিবর্তে এখন ছুটির দিন আগামীকাল শুক্রবার নির্ধারণ করা হয়েছে।
গতকাল বুধবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়, অ্যালোকেশন অব বিজনেস অ্যামাং দ্য ডিফারেন্স মিনিস্ট্রিস অ্যান্ড ডিভিশন্স-এ জনপ্রশাসন মন্ত্রণালয়কে দেওয়া ক্ষমতাবলে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী পবিত্র আশুরা উপলক্ষে ছুটির নির্ধারিত তারিখ ১৯ আগস্টের পরিবর্তে ২০ আগস্ট পুন:নির্ধারণ করা হলো।
গত ৯ আগস্ট সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় সিদ্ধান্ত হয় যে, বাংলাদেশের আকাশে কোথাও মহররম মাসের চাঁদ দেখা যায়নি। সেই হিসাবে ২০ আগস্ট আশুরা পালিত হবে।