নশিওরপুর-খন্দকার বাজার রাস্তার কাজ শুরু
পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করছে সরকার: হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৩:১৪:৩১ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধিঃ সিলেট-৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার পরিকল্পিত উন্নয়নের মাধ্যমে গ্রামকে শহরে রূপান্তরিত করতে আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। গ্রামীণ জনপদের কৃষি, যোগাযোগ, বিদ্যুৎ, স্বাস্থ্য ও শিক্ষার উন্নয়নে বহুমুখী প্রকল্প চালু করেছে। ফলে সরকারের এই সুযোগ-সুবিধা উপভোগ করছেন জনসাধারণ।
গতকাল শুক্রবার বিকেলে ৩০ লাখ টাকা ব্যয়ে বালাগঞ্জ উপজেলার দেওয়ানবাজার ইউনিয়নের নশিওরপুর-খন্দকারবাজার রাস্তার পাকাকরণ কাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
এমপি হাবিবুর রহমান হাবিব আরো বলেন, সিলেট-৩ আসনের নির্বাচিত প্রতিনিধি হিসেবে প্রতিটি এলাকার জনগণের অভাব-অভিযোগ ও সমস্যা সমাধানে তিনি আন্তরিকভাবে কাজ করে যাচ্ছেন। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন জনগণের ঘরে ঘরে পৌঁছে দেয়াই তাঁর লক্ষ্য। তিনি নশিওরপুর-খন্দকারবাজারে বড়বাঘা নদীর উপর একটি সেতু নির্মাণ করা হবে বলে উল্লেখ করেন।
ওয়ার্ড আওয়ামী লীগ নেতা শায়েস্তা মিয়ার সভাপতিত্বে ও আওয়ামী লীগ নেতা মইনুল ইসলাম ছালেহ’র পরিচালনায় সভায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন বালাগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনহার মিয়া চেয়ারম্যান, সহ-সভাপতি ডা. কাজল লস্কর, উপজেলা ভাইস চেয়ারম্যান শামসুদ্দিন শামস, জেলা পরিষদ সদস্য লোকন মিয়া ও উপজেলা প্রকৌশলী মোস্তাকিন শরীফ সাঈদ। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগ নেতা মশিউর রহমান এহিয়া, উপজেলা কৃষকলীগ সভাপতি আলাল উদ্দিন, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আব্দুল মালিক, আওয়ামী লীগ নেতা সিরমান আলী, আব্দুল জলিল, ছহুল এ মুনিম প্রমুখ।