পরিবহন ধর্মঘট প্রত্যাহার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ ফেব্রুয়ারি ২০২১, ১২:৩৯:৩৭ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
সিলেট বিভাগজুড়ে ডাকা অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘট প্রত্যাহার করেছে জেলা পরিবহণ শ্রমিক ইউনিয়ন।
রোববার রাত ১০টায় সিলেট সিটি কর্পোরেশন ও পরিবহণ শ্রমিক-মালিকদের বৈঠকের পর সোমবারের ধর্মঘট প্রত্যাহারের সিদ্ধান্ত নেন পরিবহণ নেতারা।
বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক জিয়াউল কবির পলাশ।
তিনি জানান- চৌহাট্টায় সংঘর্ষের ঘটনায় পরিবহণ মালিক-শ্রমিকদের বিরুদ্ধে দায়ের করা মামলা পর্যায়ক্রমে প্রত্যাহারসহ মানবিক দিক বিবেচনায় ভাংচুর করা গাড়ির ক্ষতিপূরণ প্রদানের আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।
প্রসঙ্গত, গত ১৭ এপ্রিল অবৈধ স্ট্যান্ড উচ্ছেদকে কেন্দ্র করে সিসিক ও পরিবহন শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় অন্তত ৩০ জন আহত হন। আর অস্ত্রসহ ফয়সল আহমদ ফাহাদ নামে মহানগর স্বেচ্ছাসেবক লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদককে অাটক করা হয়। সংঘর্ষের ঘটনায় ২৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৩ শত জনকে আসামি করে মোট ৩টি মামলা করা হয়েছে।
এ ঘটনায় শ্রমিকরা ২২ ফেব্রুয়ারি সোমবার থেকে ধর্মঘটের ঘোষণা দেন। রবিবার সিসিকের সাথে আলোচনা শেষে এ অবরোধ প্রত্যাহার করে নেয়া হয়।