পাঠলাই নদীতে চাঁদাবাজির অভিযোগ : নৌ শ্রমিকদের বিক্ষোভ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২২, ৩:৩০:৪৫ অপরাহ্ন

তাহিরপুর (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : তাহিরপুর উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের পাঠলাই নদীতে চাঁদাবাজির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে নৌ শ্রমিকরা। গতকাল শুক্রবার বেলা সাড়ে ১২টায় তাহিরপুর উপজেলার সদর পশ্চিমবাজার থেকে মিছিল শুরু করে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। মিছিল শেষে নৌ-শ্রমিকরা তাহিরপুর থানায় দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের দুই নেতার বিরুদ্ধে মৌখিক অভিযোগ করেন।
নৌ-পরিবহনের শ্রমিক মনির মিয়া বলেন, আমার চুনাপাথরবাহী স্টিলবডিতে এসে যুবলীগের নামে ২ হাজার টাকা চাঁদা আদায় করেছে। সারামনি এন্ড মাহফুজ নৌ পরিবহনের পরিচালক সুলতান মাহমুদ বলেন, আমরা কয়লাবাহী কয়েক শতাধিক স্টিলবডি পাঠলাই নদীতে আটকা আছি। এ সুযোগকে কাজে লাগিয়ে আমাদের কাছ থেকে জোরপূর্বক চাঁদা আদায় করা হচ্ছে। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ তরফদার চাঁদাবাজির অভিযোগের বিষয় নিশ্চিত করে বলেন, মৌখিক অভিযোগের ভিত্তিতে আমরা বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেবো। তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো রায়হান কবির বলেন, নৌ-শ্রমিকদের অভিযোগ সত্য হলে চাঁদাবাজদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।