পারুর বন্ধু প্রজাপতি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১২ মে ২০২২, ৪:০৫:৫০ অপরাহ্ন

বেবি নাসরিন
আজ পারু আর বেলীর দুচোখে ঘুম নেই। খেলছে গল্প করছে। গল্প করছে আর খেলছে। বাগানে ফুল ফুটেছে- গোলাপ, বেলী, লিলি আরও কত ফুল। দুবোন চোখ রেখেছে দুষ্টু ছেলে-মেয়েরা যেন ফুল ছিড়ে নিয়ে না যায়। হঠাৎ করে বেলীর চোখ পড়ল গাছে অনেক প্রজাপতি কত না রঙের বাহার। প্রজাপতি কে এঁকেছে তোমার পাখনা? কতনা রঙের কারুকাজ ফুলে ফুলে মধু খায় আর ডানা কাপায়। প্রজাপতি এত উড়তে তোমার কষ্ট হয় না। এত বাহারি রং কোথায় পেলে? চল আমাদের বারান্দায় তোমার সঙ্গে খেলবে। নাহ! তোমরা ধরে আমাদের ডানা ভেঙে দাও।
না ডানা ধরব না। কষ্ট দেব না। শুধু তোমার সঙ্গে খেলব। চল না গো প্লিজ! এসো তার চেয়ে বরং তোমার সঙ্গে খেলি তোমার গায়ে মাথায় আর হাতে বসি। ঠিক আছে বসো।
তোমরা ফুলের মধু খাও? হ্যাঁ ফুলের মধু খুব মজা। তুমিও চুষে চুষে খেয়ে দেখ। হ্যাঁ আমিও খেয়েছি। খুব মজা খুব সুস্বাদু। এবার চলো গাছে গাছে উড়ি তোমার সঙ্গী সাথীরা কই? আছে আশপাশে, চলো ওদের সঙ্গে তোমার পরিচয় করিয়ে দেব। বন্ধুত্বও করিয়ে দেব।
চল বন্ধু আমাদের মেলায়। আজ আমাদের বসন্ত বাউরি মেলা। এ মেলায় অনেক অতিথি আসবে। নাচ হবে গান হবে। ছোট্ট সোনার জন্মদিন পালিত হবে। তাকে মধু খাওয়া শেখানো হবে। মধু খাওয়ার প্রতিযোগিতা হবে। যে আগে মধু মুখে আনবে তাকে পুরস্কার দেওয়া হবে। আমাদেরও প্রতিযোগিতা হয়। এই ধর দৌড়, বিস্কুট দৌড়, অংক দৌড়, মার্বেল দৌড় নানা প্রতিযোগিতা। এসো আমাদের প্রতিযোগিতা দেখাব। কই গেল পারু আপা চল প্রজাপতিদের মেলাতে যাই। বেলী দেখ, আমি একটা প্রজাপতি ধরেছি। এর গায়ে কি সুন্দর কারুকাজ। আয়না বসানো খুব সুন্দর তাই না। অনেক কষ্ট করে একটা ধরলাম।
ইস তুমি একি করছ! ওকে কষ্ট দিচ্ছ কেনো। ওর ডানা ভেঙে যাবে। ছেড়ে দাও। আহা আমাকে ছাড় আমার ডানায় ব্যথা পাচ্ছি। এতো সুন্দর প্রজাপতি আমি কখনো দেখি নাই। এই প্রথম দেখলাম। চল তোমাকে আলমারিতে রেখে দেব। ছেড়ে দাও। বন্দি করলে ও আরও বেশি কষ্ট পাবে। ঠিক আছে চল ওকে স্বাধীন করে দেই। ছেড়ে দেই ফুলটার উপর। এই ছেড়ে দিলাম… পারু ও বেলী ওকে ছেড়ে দিয়ে লাফাতে লাগল। প্রজাপতি বলল ধন্যবাদ বন্ধু, তোমরা খুব ভালো। আমাকে ছেড়ে দিয়েছ।