পুরাতন মেডিকেলের স্টাফ কোয়ার্টার থেকে ৪ বস্তা সরকারি ওষুধ উদ্ধার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২, ৫:৪৬:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুরাতন স্টাফ কোয়ার্টারের ছাদ থেকে ৪ বস্তা সরকারি ওষুধ উদ্ধার করা হয়েছে। এসব বস্তায় ৪৯ প্রকারের ওষুধ পাওয়া গেছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হাসপাতালের পরিচালক ও অনান্য কর্মকর্তাদের নিয়ে গত ১৫ নভেম্বর পুরাতন মেডিকেল কলোনির ১১ নং ছাদের চিলেকোঠায় অভিযান চালিয়ে এ ওষুধ জব্দ করা হয়। এ বিষয়ে হাসপাতালের উপ-পরিচালকের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
জানা গেছে, তদন্ত কমিটি সিজার লিস্ট করে প্রাথমিক একটি প্রতিবেদন দাখিল করেন। প্রতিবেদনে বলা হয়, ঔষধের বাজার মূল্য বাবদ ৭৭ (সাতাত্তর হাজার তিনশত আটত্রিশ টাকা)। এর মধ্যে ৯ প্রকারের ওষুধ মেয়াদোত্তীর্ণ। এর মূল্য ২০ হাজার ৩৩৩ টাকা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ওষুধগুলো এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের কিনা কিংবা এগুলো কে বা কারা এখানে রেখেছে-তা এখন সঠিকভাবে বলা যাচ্ছে না। এ বিষয়ে কোতয়ালী থানায় একটি সাধারণ ডায়েরি হয়েছে। এ সংক্রান্ত অভিযান অব্যাহত থাকবে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।