শান্তিগঞ্জে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণী অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী
প্রধানমন্ত্রী হাওরপাড়ের মানুষকে ভালোবাসেন
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ এপ্রিল ২০২৩, ৬:০৮:২৭ অপরাহ্ন

শান্তিগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা ঃ পরিকল্পনামন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান এমপি বলেছেন, হাওরের মানুষের জন্য প্রধানমন্ত্রী বড়বড় প্রকল্প দিয়েছেন। তাঁর নেতৃত্বে সুনামগঞ্জে বিশ্ববিদ্যালয় হচ্ছে, টেক্সটাইল ইন্সটিটিউট হয়েছে, বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হয়েছে, উড়াল সড়ক হচ্ছে, শীঘ্র্রই রেল আসবে সুনামগঞ্জে। তিনি বলেন, প্রধানমন্ত্রী সুনামগঞ্জের হাওরপাড়ের মানুষদের ভালোবাসেন। সুনামগঞ্জকে উন্নয়নের আলোয় আলোকিত করতে আরও বড়বড় প্রকল্প গ্রহণ করা হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশনা মোতাবেক সারাদেশে ইফতার ও খাদ্যসামগ্রী বিতরণ করছে আওয়ামীলীগ।
শুধু ইফতার বা খাদ্যসামগ্রীই নয় মানুষের যখন যা প্রয়োজন তা দিতে সরকার বদ্ধপরিকর। দেশের সার্বিক উন্নয়নে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই। ইফতার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, শান্তিগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতু, সাধারণ সম্পাদক হাসনাত হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নূর হোসেন। জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপনের সঞ্চালনায় এসময় আরও উপস্থিত ছিলেন, জেলা পরিষদের সদস্য মনিরুজ্জামান সুজন, জয়কলস ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, পাথারিয়া ইউনিয়ন চেয়ারম্যান শহিদুল ইসলাম, শিমুলবাঁক ইউনিয়ন চেয়ারম্যান শাহিনুর রহমান শাহিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি হাজী তহুর আলী, সহ-সভাপতি রফিক খান, সাবেক চেয়ারম্যান মনির উদ্দিন, উপজেলা কৃষকলীগের আহ্বায়ক ফয়েজুর রহমান, যুগ্ম আহ্বায়ক মইনুল ইসলাম,উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাইম আহমদ সহ উপজেলা আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। পরে স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি সিতাংশু শেখর ধর সিতুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসনাত হোসেনের সঞ্চালনায় কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান এমপি।