প্রবাসীরা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে হবে …এডভোকেট শামসুল হক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৫ মার্চ ২০২২, ৭:০৭:১৩ অপরাহ্ন

সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট শামসুল হক বলেছেন, বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে থাকা বাংলাদেশি প্রবাসীদের ভোগান্তি থেকে রক্ষা করতে লিগ্যাল এডভাইজাররা কাজ করে যাচ্ছেন। তারা বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়ে প্রবাসীদের নানা সমস্যার সমাধান করে থাকেন।
তিনি বলেন, প্রবাসীরা দেশের সামগ্রিক উন্নয়নে ভূমিকা রাখছেন। কিন্তু বিভিন্ন সময় জায়গা-জমিসহ নানা ধরণের সমস্যায় তাদের পড়তে হয়। সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সিলেট নগরীর সুরমা মার্কেটে ‘ব্রেস বিডি লিগ্যাল ল’ ফার্মের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিষ্ঠানের এসিস্ট্যান্ট এডভাইজার কাজী সামু রহমানের সভাপতিত্বে ও এডভোকেট রেজাউল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুক্তরাজ্য কমিউনিটি নেতা মইনুল খালিক, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট ফজলুল হক সেলিম, সিলেট জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক এডভোকেট খিঁজির আহমদ, ব্রেস বিডি লিগ্যাল ল ফার্মের প্রজেক্ট লিড সাইদুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এডভোকেট তারিক মিয়া, মোশাইদ চৌধুরী, শুয়েব মিয়া, দিদার মিয়া, জুয়েল মিয়া প্রমুখ। বিজ্ঞপ্তি