কামালবাজারে ত্রাণ বিতরণ
বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর মাধ্যমে পুনর্বাসন করা হবে : হাবিবুর রহমান হাবিব এমপি
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৫:২২:১৫ অপরাহ্ন

দক্ষিণ সুরমা প্রতিনিধি : সিলেট ৩ আসনের এমপি, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাবিবুর রহমান হাবিব বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার বন্যায় ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর মাধ্যমে পুনর্বাসন করবে। সিলেট-৩ নির্বাচনী এলাকার প্রতিটি ইউনিয়নে উপজেলা প্রশাসনের মাধ্যমে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরীর কাজ শুরু হয়েছে। সরকার প্রাকৃতিক দুর্যোগ কাটিয়ে উঠতে বানভাসি মানুষের পাশে থেকে ত্রাণ তৎপরতার মাধ্যমে জনগণের পাশে রয়েছে।
গতকাল শনিবার সকালে দক্ষিণ সুরমা উপজেলার কামালবাজার ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার স্বরূপ বন্যায় ক্ষতিগ্রস্ত লোকদের মধ্যে ত্রাণ বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কামালবাজার ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউপি চেয়ারম্যান মোঃ একরামুল হক এর সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত লায়লা নীরা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বাধন কান্তি সরকার। বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আনোয়ার আলী। উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের প্রচার সম্পাদক মাসুক মিয়া, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ফারুক আহমদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অরুণ দেবনাথ সাগর, টেক অফিসার বিপ্রেষ তালুকদার, ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক খলিলুর রহমান, আওয়ামীলীগ নেতা কচির মিয়া, মহানগর ছাত্রলীগ নেতা ফুয়াদ আহমদ ও ঝিনুক, ইউনিয়ন ছাত্রলীগ নেতা নিজাম আহমদ, ইউপি সদস্য রিয়াজ উদ্দিন, ইউসুফ মিয়া, মাসুক মিয়া, আমিরুল ইসলাম সারো, শামীম আহমদ সুজন, মোঃ ছোয়াব আলী, মোঃ আব্দুর রহমান, মোঃ আনোয়ার হোসেন, এ.এইচ.এম আব্দুল্লাহ, মমতা মালাকার, সিরাজুন নেছা সায়মা, ঝুলন রাণী দেবনাথ প্রমুখ।