গোবিন্দগঞ্জে বন্যার্তদের আর্থিক সহায়তা প্রদান
বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের কোন আস্থা নেই : গয়েশ্বর চন্দ্র রায়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৩ জুলাই ২০২২, ৫:৩২:৩৮ অপরাহ্ন

গোবিন্দগঞ্জ (ছাতক) থেকে নিজস্ব সংবাদাদাতা ॥ বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপির স্থায়ী কমিটির সদস্য, সাবেক মন্ত্রী গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, ‘সিলেট ও সুনামগঞ্জের স্মরণকালের ভয়াবহ বন্যা মোকাবেলায় সরকার চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা ত্রাণ বিতরণের নামে ফটোসেশনে ব্যস্ত রয়েছেন। তারা হাতের কাছে থাকা বন্যার্তদের মধ্যে নামমাত্র ত্রাণ দিয়ে প্রচার প্রচারণাকে বেশী প্রাধান্য দিচ্ছেন। অপরদিকে বিএনপি নেতাকর্মীরা পাড়া-মহল্লা থেকে শুরু করে দুর্গম এলাকায় দিনরাত বন্যার্তদের পাশে থেকে তাদের শক্তি ও সাহস যোগাচ্ছেন।’
গতকাল শনিবার বিকেলে ছাতক উপজেলার গোবিন্দগঞ্জ এলাকায় স্থানীয় মাঠে নারী ও শিশু অধিকার ফোরামের উদ্যোগে বন্যা কবলিত এলাকায় দুঃস্থ নারী ও শিশুদের আর্থিক সহায়তা কর্মসূচির আওতায় আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বিএনপি নেতা গয়েশ্বর রায় আরো বলেন, বর্তমান সরকারের প্রতি সাধারণ মানুষের কোন আস্থা নেই। সরকার মসনদে বসে বন্যার্তদের জন্য মায়া কান্না দেখাচ্ছে। তিনি অবিলম্বে বন্যার্তদের তালিকা প্রস্তুত করে ক্ষতিগ্রস্তদের উপযুক্ত সহায়তা প্রদানের দাবি জানান।
ছাতক উপজেলা বিএনপির আহবায়ক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ফারুক আহমদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরাফত আলী শপু, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক ও সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক সংসদ সদস্য কলিম উদ্দিন আহমদ মিলন, জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও ছাতক উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান চৌধুরী মিজান, সাবেক সংসদ সদস্য বিলকিস ইসলাম, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য সচিব নিপুণ রায় চৌধূরী। সুনামগঞ্জ জেলা বিএনপির যুগ্ম সম্পাদক, ছাতক উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক নিজাম উদ্দীন ও সুনামগঞ্জ জেলা বিএনপির সহ- সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান এমরানের যৌথ পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নারী ও শিশু অধিকার ফোরামের সদস্য আসিফ আলতাফ, সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি, যুবদল কেন্দ্রীয় সংসদের সহ সভাপতি আনছার উদ্দিন প্রমুখ।