জামালগঞ্জে পানিসম্পদ উপমন্ত্রী শামীম
বাঁধের অনিয়মে কাউকে ছাড় দেয়া হবে না
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ ফেব্রুয়ারি ২০২১, ৩:২৭:১৩ অপরাহ্ন

জামালগঞ্জ (সুনামগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেছেন, হাওরের মানুষের জীবনযাত্রার মান উন্নয়নে ফসল রক্ষাবাঁধের কাজের সুষ্ঠু তদারকি খুবই গুরুত্বপূর্ণ। বাঁধের অনিয়মের সাথে কেউ জড়িত থাকলে কাউকে ছাড় দেওয়া হবে না। তিনি বলেন, দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হতে হলে হাওরের বোরো ফসল রক্ষার বিকল্প নেই। এক্ষেত্রে আওয়ামী লীগ নেতাকর্মীদের বিশেষ ভূমিকা পালন করতে হবে।
গতকাল বেলা ১১টায় জামালগঞ্জ উপজেলায় সর্ববৃহৎ পাগনার হাওরের ১৭ নম্বর পিআইসি উজ্জলপুর ক্লোজার পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন, সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক, সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, সিলেট-সুনামগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য এডভোকেট শামীমা আক্তার খানম, পাউবোর মহাপরিচালক একে এম ওয়াহেদ চৌধুরী, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ব্যারিস্টার এনামুল কবির ইমন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মোহাম্মদ আলী, সাধারণ সম্পাদক এম নবী হোসেন, পাউবোর সিলেট অঞ্চলের প্রধান প্রকৌশলী এস এম শহিদুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা নির্বাহী অফিসার বিশ্বজিৎ দেব, সুনামগঞ্জ পাউবোর নির্বাহী কর্মকর্তা সবিবর রহমান, এএসপি জয়নাল আবেদীন, জামালগঞ্জ থানার ওসি মোহাম্মদ সাইফুল আলম, জামালগঞ্জ হাওর বাঁচাও আন্দোলনের সভাপতি শাহানা আল আজাদ, সাধারণ সম্পাদক সাংবাদিক অঞ্জন পুরকায়স্থ।
এদিকে, হাওরবাঁধ পরিদর্শন শেষে ভূমি মন্ত্রণালয়ের গুচ্ছগ্রাম ২য় পর্যায়ে (সিভিআরপি) প্রকল্পের অর্থায়নে বাস্তবায়িত আটগাঁও গুচ্ছগ্রাম পরিদর্শন করেন ও এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও মাহবুবুল কবির এর সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্যে পানিসম্পদ উপমন্ত্রী একে এম এনামুল হক শামীম বলেন, করোনাকালীন সময়েও আওয়ামী লীগের নেতাকর্মীরা দরিদ্রদের ঘরে ঘরে খাবার পৌঁছে দিয়েছে। শেখ হাসিনা সরকার ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে, মুজিববর্ষে গৃহহীনদের গৃহ নির্মাণ করে দিচ্ছে। এ সরকারের আমলে কোন গৃহহীন থাকবে না। তিনি বলেন, দেশে পদ্মা সেতু হচ্ছে। করোনার টিকা নিয়ে বিএনপি অনেক অপপ্রচার চালিয়েছে কিন্তু সচেতন নাগরিক তাদেরকে ধিক্কার দিচ্ছে। বিগত সময়ে বিএনপি ক্ষমতায় থেকে মা- পুতে ‘গিললা খাইছে’ দেশ। তারা কোটি কোটি টাকা আত্মৎসাতের সাজাপ্রাপ্ত আসামী। শেখ হাসিনা বিশ্বের সেরা দেশের সেরা নেতা। তার দক্ষতায় বিশ্বের দরবারে বাংলাদেশ একটি মডেল রাষ্ট্র।