বানিয়াচংয়ে ঘরে ঢুকে বৃদ্ধাকে হত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৭ ফেব্রুয়ারি ২০২১, ২:৪১:১৯ অপরাহ্ন

হবিগঞ্জ জেলা প্রতিনিধি :
হবিগঞ্জের বানিয়াচংয়ে জাকিরা খাতুন (৬৫) নামে এক বৃদ্ধাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তিনি উপজেলা সদরের ৩নং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের অন্তর্গত চৌধুরীপাড়া গ্রামের মরহুম আব্দুল হান্নান ঠাকুরের স্ত্রী। গত শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম ও থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এলাকাবাসী সূত্রে জানা যায়, গ্যানিংগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল হান্নান ঠাকুর প্রায় ২ বছর আগে মারা যান। স্বামী মারা যাওয়ার পর কনিষ্ঠ সন্তান জুবায়ের ঠাকুরকে (২৭) নিয়ে জাকিরা খাতুন চৌধুরীপাড়ার বাড়িতে বসবাস করছেন। জ্যেষ্ঠ ছেলে মোর্শেদ ঠাকুর স-পরিবারে লন্ডনে এবং মেজো ছেলে জে আজম ঠাকুর রিংকু ব্যাংকে চাকুরি করার সুবাদে ঢাকায় কর্মরত আছেন।
এদিন সন্ধ্যার পর মাকে বাড়িতে রেখে বাজারে বিস্কুট আনতে যান জুবায়ের ঠাকুর। ঘণ্টাখানেক পর বাড়ি ফিরে দরজা খোলার জন্য মাকে ডাকাডাকি করতে থাকেন জোবায়ের। এক পর্যায়ে মায়ের সাড়া না পেয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে মেঝেতে মায়ের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখেন। এ সময় জুবায়েরের চিৎকার শুনে আশেপাশের মানুষ এগিয়ে আসে। বিষয়টি তাৎক্ষণিক থানায় জানানো হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে ছুটে যায়।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ এমরান হোসেন জানান, দুর্বৃত্তরা বৃদ্ধা জাকিরা খাতুনের মাথায় উপর্যুপরি আঘাত করে মৃত্যু নিশ্চিত করে চলে যায়। ঘটনার প্রকৃত খুনিকে বের করতে পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে। আশা করি খুব দ্রুত সময়ের মধ্যেই এ ঘটনার রহস্য উদঘাটন করা সম্ভব হবে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (বানিয়াচং সার্কেল) শেখ মো. সেলিম বলেন, ঘটনাটি লোমহর্ষক। পুলিশ আন্তরিকতার সঙ্গে রহস্য উদঘাটনে কাজ করে যাচ্ছে। পাশাপাশি পুলিশের একাধিক টিম মাঠে রয়েছে। আশা করি শিগগিরই প্রকৃত ঘটনা বের করা যাবে।