বানিয়াচংয়ে দুই ডাকাত গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২০ আগস্ট ২০২১, ২:১৯:২৭ অপরাহ্ন

বানিয়াচং (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের বানিয়াচং থেকে দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
গতকাল বৃহস্পতিবার বিকেলে ডাকাতদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
জানা যায়, বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেনের নির্দেশে বুধবার রাতে এসআই শামছুল ইসলাম ও এসআই মোহাম্মদ মহিন উদ্দিনসহ একদল পুলিশ পৃথক স্থানে অভিযান চালিয়ে ওই ডাকাতদের আটক করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে, উপজেলার দাসপাড়া এলাকার আজিজুর রহমানের ছেলে দুর্ধর্ষ ডাকাত জাকারিয়া রহমান উজ্জ্বল (৩০) ও উপজেলার যাত্রাপাশা এলাকার মো. ছমেদ আলী প্রকাশ ছমির আলীর ছেলে দুর্ধর্ষ ডাকাত রাহুল প্রকাশ এরশাদ (২৬)।
বানিয়াচং থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ এমরান হোসেন জানান, বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে জাকারিয়ার রহমান উজ্জ্বলের নিজ এলাকায় অভিযান চালিয়ে তাকে এবং বুরুজপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে রাহুল প্রকাশ এরশাদ (২৬) কে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে থানায় একাধিক ডাকাতির ঘটনা ছাড়াও নানা অপকর্মের অভিযোগ রয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।