বাবুনগরী,মামুনুল ও ফয়জুল করিমের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ মামলা পিবিআইকে তদন্তের নির্দেশ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ১১:৩০:০১ অপরাহ্ন

ডাক ডেস্ক : হেফাজতে ইসলামের আমীর মোহাম্মদ জুনাইদ বাবুনগরী, খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মাওলানা মুহম্মদ মামুনুল হক এবং চরমোনাই পীরের পুত্র সৈয়দ ফয়জুল করিমের বিরুদ্ধে করা রাষ্ট্রদ্রোহের দুই মামলা তদন্তে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) নির্দেশ দিয়েছেন আদালত।
গতকাল সোমবার দুই মামলার বাদীর জবানবন্দি গ্রহণ করে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদার অভিযোগ তদন্ত করে আগামী সাত জানুয়ারির মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য নির্মাণে হুমকি ও বিরোধিতা করে বক্তব্য দেয়ার অভিযোগে তাদের বিরুদ্ধে গতকাল সোমবার সকালে পৃথক দুটি মামলা হয়েছে। প্রথম মামলাটি করেছেন মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। দ্বিতীয়টি করেছেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি আইনজীবী মশিউর মালেক।
এদিকে, সারাদেশে বঙ্গবন্ধুর ভাস্কর্য ও ম্যুরালের দ্রুত নিরাপত্তা দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মন্ত্রিপরিষদ বিভাগকে এই নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একইসঙ্গে কুষ্টিয়ায় ভাস্কর্য ভাংচুরের ঘটনায় অসন্তোষ প্রকাশ করেন আদালত।