বাসায় ফিরলেন অধ্যাপক জাকির
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ জানুয়ারি ২০২১, ৪:৪৯:৫৭ অপরাহ্ন

সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ
স্টাফ রিপোর্টার :
সুস্থ হয়ে বাসায় ফিরেছেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জাকির হোসেন। গতকাল মঙ্গলবার বিকেলে ডা. শহীদ শামসুদ্দিন হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র নিয়ে বাসায় ফিরেন। এর আগে দুপুরে করোনা ভাইরাসের নমুনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসে। দীর্ঘ ১০ দিন হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
অধ্যাপক জাকির হোসেন আল্লাহর শুকরিয়া আদায় করে বলেন, দীর্ঘ ১০ দিন শহীদ শামসুদ্দিন হাসপাতালে বরাদ্দকৃত ৭নং কেবিন ছেড়ে বাড়িতে এসেছি। এ কয়দিন ডাক্তার নার্স, ব্রাদার আয়াসহ হাসপাতালের সব পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ সেবার যে নজির সৃষ্টি করছেন-তা ভাষাতীত। তিনি হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব সহযোদ্ধা সহকর্মী ও শুভাকাংখীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।