বিউবো’র ৯ কোটি টাকা বকেয়া বিল পরিশোধ করলো সিসিক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ জুন ২০২২, ৬:১৮:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিউবো) বকেয়া ৮ কোটি ৯৯ লাখ ৯৯ হাজার ৭৮১ টাকার বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন (সিসিক)। গতকাল বুধবার নগর ভবনে সিসিক মেয়র আরিফুল হক চৌধুরী বিউবো কর্মকর্তাদের কাছে চেক হস্তান্তর করেন।
চেক হস্তান্তরকালে উপস্থিত ছিলেন সিসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, পিডিবি’র ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, পিডিবি’র ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শাসম আরেফিন, প্রকৌশলী শ্যামল কান্তি দাস, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শাসছুল হক পাটোয়ারী, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, হিসাবরক্ষণ কর্মকর্তা আ ন ম মনছুফ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।