বিছনাকান্দি সীমান্তে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ জুলাই ২০২২, ৬:১২:৪৭ অপরাহ্ন

গোয়াইনঘাট থেকে নিজস্ব সংবাদদাতা : গোয়াইনঘাটে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করেছে বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির সদস্যরা। উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের বিছনাকান্দি সীমান্তের ১২৬২ নং পিলারের ৪০০ গজ ভিতরে বাংলাদেশ সীমানা এলাকা ভিতরগুল গ্রামে অভিযান পরিচালনা করা হয়। এসময় ২৪টি গরু ও একটি নৌকা আটক করা হয়। গতকাল শুক্রবার বিজিবির পক্ষ থেকে এই তথ্য জানানো হয়।
বিজিবি বিছনাকান্দি সীমান্ত ফাঁড়ির কোম্পানি কমান্ডার নায়েক সুবেদার হারুন অর রশিদ জানান, গতকাল বৃহস্পতিবার ভোরে বিছনাকান্দি সীমান্তের ১২৬২ নং পিলারের ৪০০ গজ ভিতরে বাংলাদেশ সীমানা এলাকা ভিতরগুল গ্রাম থেকে নৌকাসহ গরুগুলো আটক করা হয়। গরুগুলো সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে নিয়ে আসা হয়।
বডার গার্ড বাংলাদেশ বিজিবি ৪৮ রাইফেলস ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল ইসলাম জানান, বিছনাকান্দি সীমান্ত এলাকা থেকে ২৭ লাখ টাকা মূল্যের ভারতীয় গরু আটক করা হয়। গরুগুলোর ব্যাপারে আইনি প্রক্রিয়া শেষে ব্যবস্থা নেয়া হবে।