বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে কুমিল্লার জয়
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০১ ফেব্রুয়ারি ২০২৩, ৮:৩১:৫৫ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : বিপিএলের ইতিহাসে সর্বোচ্চ রান তাড়ার রেকর্ড গড়ে জয় পেয়েছে কুমিল্লা। গতকাল মঙ্গলবার বিপিএল এর সিলেট পর্বের শেষ খেলায় খুলনার ২১০ রান তাড়া করে ১০ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় পায় কুমিল্লা। ২১০ রানের পেছনে ছুটতে গিয়ে বিস্ফোরক ব্যাটিং করেছে কুমিল্লা। ইনিংসের প্রথম ওভারে শফিকুল ইসলামের বলে লিটন দাস হাতে চোট পেয়ে মাঠ ছাড়লেও তাঁর অভাব বুঝতে দেননি মোহাম্মদ রিজওয়ান। সঙ্গী জনসন চার্লস ছিলেন মারমুখী। ঝোড়ো ব্যাটিং করেন রিজওয়ানও। রিজওয়ান ৩৯ বলে ৭৩ রান করে আউট হলেও সেঞ্চুরি করেছেন চার্লস। শেষ পর্যন্ত তিনি অপরাজিত ছিলেন ৫৬ বলে ১০৭ রানে। ৫টি চার ও ১১টি ছক্কায় সাজানো ইনিংসের সৌজন্যে ৭ উইকেটের জয় পায় কুমিল্লা। রিজওয়ান ও চার্লস তৃতীয় উইকেট জুটিতে ৬৯ বলে ১২২ রান যোগ করেন। ম্যাচসেরার পুরস্কারটাও উঠেছে চার্লসের হাতে। এরপূর্্েব সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে টস হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ২ উইকেট হারিয়ে ২১০ রান সংগ্রহ করে খুলনা টাইগার্স। যার মধ্যে ঝড়ো ব্যাটিং করে তামিম ৬১ বলে ৯৫ রান এবং হোপ ৫৫ বলে ৯১ রানের দুর্দান্ত ইনিংস খেলেন। তবে চার্লসের সেঞ্চুরি ও কুমিল্লার জয় তাদের এই দুর্দান্ত ইনিংস অম্লান হয়ে যায়।
এদিকে, দিনের প্রথম খেলায় মিঠুন-সৌম্যর ব্যাটে জয় পেয়েছে ঢাকা ডমিনেটরস। সাকিব আল হাসানদের ফরচুন বরিশালের ১৫৬ রানের জবাবে ঢাকার হয়ে ইনিংসের সূচনা করা সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন ৭৪ রান যোগ করেন। দুজনের ঝড়ো ব্যাটিং-এ ইনিংসের ৭ বল বাকি থাকতেই ৫ উইকেটে জিতে যায় নাসির হোসেনের দল ঢাকা ডমিনেটর্স। বরিশালের পক্ষে ওপেনার এনামুল ৩৫ বলে ৪২ এবং মাহমুদুল্লাহ ২৭ বলে ৩৯ রান করেন।