বিয়ানীবাজারে পুলিশ দেখে দৌঁড়ে পালালো চোরাকারবারি জাহাঙ্গীর !
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২৩, ৭:৫৫:০১ অপরাহ্ন

ট্রাকসহ চিনি জব্দ ॥ ড্রাইভার আটক
বিয়ানীবাজার (সিলেট) থেকে সংবাদদাতা: সরকারি কর ফাঁকি দিয়ে ভারত থেকে প্রতিনিয়ত আসছে চোরাই চিনি। আর এসব পণ্য পুলিশের চোখ ফাঁকি দিয়ে ‘জাহাঙ্গীর সিন্ডিকেট’ বিয়ানীবাজার ও আশপাশ উপজেলায় নিয়ে বিক্রি করছে। এতে ব্যবহৃত হচ্ছে সিলেট-বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়ক। ফলে তারা রাতারাতি হয়ে যাচ্ছে বিত্ত-বৈভবের মালিক। মাঝেমধ্যে অভিযান চালিয়ে পুলিশ অবৈধপন্থায় আসা চিনি জব্দ করলেও চোরাকারবারিদের চিনি ও মসলা জাতীয় পণ্যের রমরমা ব্যবসা বন্ধ হচ্ছে না।
গত সোমবার বিকেলে বিয়ানীবাজার পৌরশহরের দক্ষিণ বাজার থেকে ৩৫ বস্তা ভারতীয় চিনি ও ব্যবহৃত ট্রাক জব্দ এবং ড্রাইভারকে আটক করে পুলিশ। তবে রহস্যজনকভাবে পালিয়ে গেছে জাহাঙ্গীর আলম।
পুলিশের ভাষ্যমতে, ট্রাক আটকের সাথে সাথে জাহাঙ্গীর দৌঁড়ে পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় চোরকারবারী জাহাঙ্গীর আলমসহ আটক ড্রাইভারের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে। এর আগে, গত ১২ মে শুক্রবার বিয়ানীবাজার থেকে ৬৭ বস্তা চিনিসহ দু’জনকে আটক করে র্যাব।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রমতে, গত সোমবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের দক্ষিণ বাজারে অবস্থান নেয় পুলিশ। এ সময় কানাইঘাট থেকে আসা ভারতীয় চিনি ভর্তি ডিআই পিকআপ ভ্যানগাড়ি থামানো হয়। সাথে সাথে সামনের আসনে বসা চিনি বিক্রেতা জাহাঙ্গীর আলম গাড়ি থেকে লাফ দিয়ে বের হয়ে পালিয়ে যায়। রহস্যজনক কারণে পুলিশ তাকে আটক করতে পারেনি। দায়িত্ব পালনরত এসআই শাহ মোহাম্মদ হিমেল জানান, পৌরশহরে অভিযান চালিয়ে একটি ডিআই পিকআপ আটক করি। এতে তল্লাশী করে অনুমোদিত কোন কাগজ ছাড়াই ৩৫ বস্তা ভারতীয় চিনি পাওয়া যায়। তিনি আরও জানান, আমরা ট্রাক ও চিনি জব্দ করেছি এবং ড্রাইভার ফয়েজ আহমদ ও চিনির মালিক জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা করেছি। পলাতক জাহাঙ্গীরের বাড়ি বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামে। সে বদর উদ্দিন বদই মিয়ার পুত্র।
স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানা গেছে, জাহাঙ্গীর আলম (২৯) দীর্ঘ কয়েক বছর থেকে চোরাচালানের সাথে জড়িত। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় নারী নির্যাতনসহ চোরাচালানের ডজনের ওপর মামলা রয়েছে। তারপরও সে বীরদর্পে চোরাচালান ব্যবসা চালিয়ে যাচ্ছে। কার আশ্রয়-প্রশ্রয়ে জাহাঙ্গীর এসব করছে-এ নিয়ে এলাকায় ঘুরপাক খাচ্ছে নানামুখী প্রশ্ন।
বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ মো. তাজুল ইসলাম পিপিএম বলেন, ভারতীয় পণ্য চোরাচালান বন্ধে আমরা বদ্ধপরিকর। এজন্য প্রায়ই কর ফাঁকি দিয়ে আনা ভারতীয় চিনি আমরা জব্দ করতে সমর্থ হই। তিনি বলেন, সোমবার চিনিসহ ট্রাক ড্রাইভারকে আটক করে পুলিশ। দৌঁড় দিয়ে পালিয়ে যায় চিনির মালিক জাহাঙ্গীর আলম। তিনি বলেন, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে থানায় মামলা হয়েছে।