বিশিষ্ট ব্যবসায়ী আব্দুল মুক্তাদিরের ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ ডিসেম্বর ২০২০, ৭:২৪:২২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:
সিলেটের দি ম্যান এন্ড কোম্পানি লিমিটেড-এর কর্নধার, সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ মোঃ আব্দুল মুক্তাদির (৭০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল সোমবার সকাল সাড়ে ৮টায় নগরীর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে একভাই, স্ত্রী, দু’পুত্র, কন্যা, পুত্রবধূ ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ বেলা আড়াইটায় দাসউরা সিনিয়র আলীয়া মাদ্রাসা মাঠে এবং বাদ এশা শাহজালাল উপশহর বি-ব্লক জামে মসজিদে অনুষ্ঠিত হয়। তিনি ওই মসজিদ এবং উপশহর বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ছিলেন। আব্দুল মুক্তাদির তিন দশক ধরে একই ব্লকের নিজস্ব বাসায় পরিবার নিয়ে বসবাস করেন। তাঁর বাড়ি বিয়ানীবাজার উপজেলার তিলপাড়া ইউনিয়নের গাংকুল গ্রামে। সমাজহিতৈষী আব্দুল মুক্তাদিরের দু’দফা জানাজায় বিপুল সংখ্যক মানুষ অংশ নেন। জানাজা শেষে মরহুমের লাশ মানিকপীর (রহ.) গোরস্থানে দাফন করা হয়।
এদিকে, দাসউরা উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতিসহ অসংখ্য শিক্ষা ও ব্যবসা প্রতিষ্ঠানের সাথে জড়িত আব্দুল মুক্তাদির গত কিছুদিন পূর্বে ভারতে লিভারসিরোসিস রোগের চিকিৎসা শেষে দেশে ফিরেন। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে নগরীর ওই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাসঙ্গী তার স্ত্রী ও এক সন্তান করোনাভাইরাসে আক্রান্ত হওয়ায় এখনো তারা ভারতে হোম কোয়ারেন্টাইনে রয়েছেন।বিশিষ্ট শিক্ষানুরাগী ও পরোপকারি ব্যক্তিত্ব আব্দুল মুক্তাদির-এর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা জাসদের সভাপতি লোকমান আহমদ, বিশিষ্ট শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, নগরীর ২২ নং ওয়ার্ড কাউন্সিলর এডভোকেট ছালেহ আহমদ সেলিম, সিলেটস্থ বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির সভাপতি ডা. এম. ফয়েজ আহমদ ও সাধারণ সম্পাদক এডভোকেট মো: মহব্বত খান। পৃথক বিবৃতিতে তারা মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।