ক্রোয়েশিয়াকে রুখে দিলো মরক্কো ॥ বড় জয়ে আসর শুরু স্পেনের
বিশ্বকাপ ফুটবল : জার্মানিকে হারিয়ে জাপানের চমক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ নভেম্বর ২০২২, ৫:২৬:৩৪ অপরাহ্ন

স্পোর্টস ডেস্ক : কাতার বিশ্বকাপ কি তাহলে অঘটনের? প্রশ্নটা আসছে এ কারণে, শিরোপা প্রত্যাশী আর্জেন্টিনা প্রথম ম্যাচেই হেরে গেছে সৌদি আরবের কাছে। এবার এশিয়ার আরেক দেশ জাপান দেখালো নতুন চমক। ২০২২ বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিয়েছে জার্মানিকে! চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা লিড নেওয়ার পরও হারের হতাশা নিয়ে মাঠ ছাড়তে হয়েছে তাদের। তাতে লেখা হয়ে গেলো কাতার বিশ্বকাপের আরেকটি অঘটন।
গতকাল খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের লড়াইয়ে জার্মানিকে ২-১ গোলে হারিয়েছে জাপান। ইকাই গুন্ডোয়ানের পেনাল্টি গোলে জার্মানি শুরুতে লিড নেয়। বিরতি যায় ওই ব্যবধান রেখেই। তবে শেষ দিকে ৯ মিনিটের এক ঝড়ে সব এলোমেলো। প্রেসিং ফুটবলে শুধু সমতাতেই ফেরেনি জাপান, জার্মানিকে হতাশায় ডুবিয়ে জয়ের আনন্দ নিয়ে মাঠ ছেড়েছে এশিয়ার দলটি।
ফুটবলে পরিসংখ্যান দিয়ে আসলে খেলার গতিপথ বোঝানো যায় না। যেমনটা বোঝা যাবে না জার্মানি-জাপান ম্যাচে। বল পজেশন জার্মানির ৭৪ শতাংশ; মোট শট ২৬, যার ৯টিই লক্ষ্যে- তারপরও জয়ের হাসি জাপানের। ফলে গত বিশ্বকাপের ব্যর্থতা আরও জড়িয়ে ধরলো জার্মানদের। ২০১৮ সালের রাশিয়ার আসরে বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে নেমে প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এবার সেই দুঃখে প্রলেপ দিতে জাপানের বিপক্ষে নামলেও উল্টো আরও যন্ত্রণা বাড়লো। অথচ আক্রমণ, সুযোগ তৈরি কিংবা ম্যাচের নিয়ন্ত্রণ- সবকিছুই ছিল জার্মানির দখলে। প্রথমার্ধেই তাদের অন্তত ৩ গোলে এগিয়ে থাকার সুযোগ তৈরি হয়েছিল। কিন্তু জাপান গোলকিপারের অতিমানবীয় সব সেভে এগিয়ে যাওয়া হয়নি। অবশেষে ওই গোলকিপার সুইচি গোন্ডার ভুলেই পেনাল্টি পায় জার্মানি। স্পট কিক নেওয়া গুন্ডোয়ান ঠাণ্ডা মাথায় বল জালে জড়িয়ে এগিয়ে নেন চারবারের চ্যাম্পিয়নদের। দ্বিতীয়ার্ধেও দাপট দেখাতে থাকে জার্মানি। তবে গোলশোধে জাপানের খেলায় গতি বাড়ে। যদিও সুবিধা করতে পারছিল না তারা। মানুয়েল নয়ারের অসাধারণ পারফরম্যান্সে হতাশায় ডুবতে হচ্ছিল বারবার। একবার এই অভিজ্ঞ গোলকিপার একহাতে যেভাবে নিশ্চিত গোল ঠেকিয়েছেন, সেই দৃশ্য অনেকদিন চোখে লেগে থাকবে ফুটবলপ্রেমীদের। ৭৫ মিনিটে আবারও তার বিশ্বস্ত হাতে প্রতিহত হয় বল। তবে ফিরতি বলে রিতসু দোয়ানের শটে আর শেষ রক্ষা হয়নি। সমতায় ফেরে জাপান। শুধু সমতা, কয়েক মিনিট পর এগিয়েও যায় এশিয়ার দেশটি। ফ্রি কিকে কোউ ইতাকুরার বাড়ানো লং বল দারুণ দক্ষতায় নিয়ন্ত্রণে নেন তাকুমা আসানো। এরপর ক্ষীপ্রগতিতে ঢুকে পড়েন জার্মানির ডি বক্সে। গায়ে সেঁটে তখন এক জার্মান ডিফেন্ডার, ততক্ষণে গোলকিপার নয়ারও আড়াআড়িতে সামনে আগুয়ান। তবে প্রতিপক্ষের ডিফেন্ডার কিংবা গোলকিপার কিছুই বাধা হয়ে দাঁড়াতে পারেনি তাকুমার সামনে। উপর জালে বল জড়িয়ে বুনো উল্লাসে মেতে ওঠেন। ওই গোলটাই জাপানকে এনে দিয়েছে মহাগুরুত্বপূর্ণ ৩ পয়েন্ট। সেটি কার বিপক্ষে? শক্তিশালী জার্মানিকে হারিয়ে। বাঁধভাঙা উল্লাস তো হবেই জাপান ক্যাম্পে। উৎসবের যে রেণু ছড়িয়ে গেছে গোটা জাপানে!
ক্রোয়েশিয়াকে রুখে দিলো মরক্কো
এবার ২০১৮ বিশ্বকাপের রানার্স-আপ ক্রোয়েশিয়াকে রুখে দিলো মরক্কো।
আল বাইত স্টেডিয়ামে গতকাল গ্রুপ ‘এফ’-এর ম্যাচে গোলশূন্য ড্রয়ে শেষ হয়েছে ম্যাচটি। বিশ্বকাপের মঞ্চে প্রথমবারের মতো মরক্কোর মুখোমুখি হয়েছিল ক্রোয়াটরা। প্রথম দেখাতেই চমকে দিল উত্তর আফ্রিকার দেশটি। যদিও শুরুতে আধিপত্য বিরাজ করেছিলেন মদ্রিচরা। কিন্তু ১৮তম মিনিটে স্রোতের বিপরীতে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়ে যায় মরক্কানরা। কিন্তু পোস্টের সামনে বল পেয়েও অল্পের জন্য মাথা ছোঁয়াতে পারেননি ইউসেফ এন-নেসিরি। প্রথমার্ধে যোগ করা সময়ে অবশ্য দুটি সুযোগ পেয়েছিল ক্রোয়েশিয়া। প্রথমে ছয় গজ বক্স থেকে শট নিয়েছিলেন নিকোলা ভ্লাসিচ। কিন্তু মরোক্কান গোলরক্ষক ইয়াসিন বোনো দারুণ দক্ষতায় ঠেকিয়ে দেন। পরের মিনিটে রিয়াল মাদ্রিদ তারকা মদ্রিচের শটে বল বারের ওপর দিয়ে যায়।
দ্বিতীয়ার্ধেও ক্রোয়েশিয়াকে বারবার হতাশ করে মরক্কোর ডিফেন্স। উল্টো মরক্কো দুইবার লক্ষ্যের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল। কিন্তু ডিফেন্ডার নুসে মাসাওয়ির ডাইভিং হেড শেষ মুহূর্তে ফেরে। এরপর আশরাফ হাকিমির দূরপাল্লার শট ঠেকিয়ে দেন ক্রোয়াট দমিনিক লিভাকভিচ। বাকি সময় কার্যকর আক্রমণ শানাতে ব্যর্থ হওয়ায় ড্র নিয়েই মাঠ ছাড়ে দুই দল।
বড় জয়ে আসর শুরু স্পেনের
কাতারের আল থুমামা স্টেডিয়ামে গতকাল মুখোমুখি হয়েছিল স্পেন ও কোস্টারিকা। ম্যাচের প্রথমার্ধেই বড় জয়ের ইঙ্গিত দিয়ে রেখেছিল লা রোসারা। শেষ পর্যন্ত হলও তাই। কোস্টারিকাকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে আসর শুরু করলো স্পেন।
লুইস এনরিকের ছোঁয়ায় যেন বদলে যেতে শুরু করে স্প্যানিশরা। ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে এসে যেন সেটার প্রতিচ্ছবি দেখতে পেল বিশ্ব। স্পেনের হয়ে জোড়া গোল করেন ফেরান তোরেস। এছাড়াও ১টি করে গোল করেন, আসেনসিও, দানি ওলমো, মোরাতা, কার্লস সোলার ও পাবলো গাভি।
ম্যাচের শুরু থেকেই কোস্টারিকার ওপর চড়াও হয়ে খেলতে থাকে স্পেন। প্রথমার্ধে পুরোটাই ছিল তাদের আধিপত্য। ম্যাচের ১১ মিনিটের দানি ওলমোর গোলে এগিয়ে যায় স্পেন। গাভির যোগান দেয়া বলে গোল করে দলকে এগিয়ে নেন ওলমো।
একের পর এক আক্রমণের ধারাবাহিকতায় আসেনসিওর গোলে ব্যবধান দ্বিগুণ করে স্পেন। জর্দি আলাবার ক্রসে বাঁ পায়ের নিখুঁত পে¬সিং শটে গোল করেন আসেনসিও।
৩১ মিনিটে ডি-বক্সে ফাউলের শিকার হন জর্দি আলাবা। ফলে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। পেনাল্টি থেকে গোল কর দলকে এগিয়ে নিতে কোনও ভুল করেননি ফেরান তোরেস।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় স্পেন। দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার আরও বাড়ায় তারা। দ্বিতীয়ার্ধে ৫৪ মিনিটে তোরেসের গোলে ৪-০ গোলে এগিয়ে যায় স্পেন। প্রথমার্ধে পেনাল্টি থেকে গোল করা তোরেস দ্বিতীয়ার্ধে কোস্টারিকার ডিফেন্সের ভুলের সুযোগ কাজে লাগিয়ে নিজের দ্বিতীয় গোলটি করেন। কোস্টারিকার গোলরক্ষক নাভাসকে একা পেয়ে গোল করতে ভুল করেননি তোরেস। ২০ মিনিট পরে ব্যবধান ৫-০ করেন গাভি। মোরাতার ফ্লিক থেকে বল পান গাভি। তার জোড়ালো শটের কোনও জবাব ছিল না কোস্টারিকার গোলরক্ষকের কাছে। এই গোলের ফলে এক ইতিহাস গড়েন এই বার্সা ফুটবলার। স্পেনের সবচেয়ে কমবয়সী ফুটবলার হিসেবে বিশ্বকাপে গোল করলেন তিনি। ম্যাচের একদম অন্তিম মুহূর্তে ৮৯ মিনিটে স্পেনের হয়ে সর্বশেষ গোলটি করেন পিএসজির ফুটবলার কার্লস সোলার। ম্যাচের ৯২ মিনিটে আবারো গোল করে স্পেন। এবার দাই ওলমোর পাস থেকে বদলি হিসেবে নামা মোরাতা গোল করে দলকে ৭-০ গোলের বিশাল জয় এনে দেন। বিশ্বকাপে ইতিহাসে এই প্রথম কোন ম্যাচে ৭ গোল করলো স্পেন। এই বিশাল জয়ে গ্রুপের শীর্ষে উঠে আসলো লুইস এনরিকের দল।
আজকের খেলা
বিকেল ৪টা : সুইজারল্যান্ড বনাম ক্যামেরুন
সন্ধ্যা ৭টা : উরুগুয়ে বনাম দক্ষিণ কোরিয়া,
রাত ১০টা : পর্তুগাল বনাম ঘানা ও
রাত ১টা : ব্রাজিল বনাম সার্বিয়া।