বিয়ানীবাজারে আ’লীগ নেতা নিজাম উদ্দিনের ইন্তেকাল ॥ জানাজা আজ
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৫ আগস্ট ২০২২, ৭:৪৭:০৮ অপরাহ্ন

ডাক ডেস্ক: যুক্তরাজ্য আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক লুৎফুর রহমান ছায়াদের বড় ভাই ও তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নিজাম উদ্দিন ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গত বুধবার দিবাগত রাত দেড়টায় দাসউরা গ্রামের নিজ বাড়ি ইছরাব মঞ্জিলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৬ বছর। তিনি স্ত্রী, দুই পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টায় দাসউরা সিনিয়র আলিম মাদ্রাসা প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। এতে পরিচিত সকলের উপস্থিতি ও দোয়া কামনা করেছেন মরহুমের ছোট পুত্র মামুন হোসেন।
এদিকে, আওয়ামী লীগ নেতা নিজাম উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, শিক্ষাবিদ মজির উদ্দিন আনসার, তিলপাড়া ইউনিয়ন ওয়েলফেয়ার এন্ড এডুকেশন ট্রাস্ট ইউকে’র সভাপতি আব্দুল আলিম ও সাধারণ সম্পাদক জুবের আহমদ, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সদস্য ছাদেক আহমদ আজাদ, তিলপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি নুরুল আমিন ও সাধারণ সম্পাদক মো. জয়নাল উদ্দিন। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনের প্রতি সমবেদনা জানান।