বিয়ানীবাজারে সাংবাদিক পলাশের পিতার ইন্তেকাল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২২, ৬:৫০:২৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার ॥ বিয়ানীবাজারে দৈনিক কালের কন্ঠ’র প্রতিনিধি সাংবাদিক শিপার আহমদ পলাশের পিতা ইলাছ আলী ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। গতকাল রোববার বেলা সাড়ে ১১ টায় সিলেট নগরীর একটি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন থেকে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর। তিনি স্ত্রী, ২ ছেলে, ২ মেয়ে, পুত্রবধূ, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুমের জানাজার নামাজ ঐদিন বাদ মাগরিব কুড়ারবাজার ইউনিয়নের আকাখাজনা শাহী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। এতে জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, রাজনীতিবিদসহ বিভিন্ন অঙ্গনের বিপুল সংখ্যক লোক শরিক হন। পরে তাঁর লাশ পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে, সাংবাদিক শিপার আহমদ পলাশের পিতার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট মো. নাসির উদ্দিন খান, সিলেট জেলা জাতীয় শ্রমিকলীগের সভাপতি প্রকৌশলী এজাজুল হক এজাজ, সাপ্তাহিক বিয়ানীবাজার বার্তা পত্রিকার সম্পাদক ছাদেক আহমদ আজাদ, বিয়ানীবাজার থানা জনকল্যাণ সমিতি ইউকে’র সভাপতি মামুন রশীদ ও সাধারণ সম্পাদক কামরুল হোসেন মুন্না, জালালাবাদ এসোসিয়েশন ইউকে’র সাংগঠনিক সম্পাদক জুবের আহমদ। পৃথক শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের রূহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।