বীর মুক্তিযোদ্ধা সুজাউল করিম আর নেই
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২২, ৪:১৩:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারের বীর মুক্তিযোদ্ধা এ.কে সুজাউল করিম আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গত রোববার সকাল ১০টায় সুইডেনের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি দীর্ঘদিন বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭২ বছর। তিনি স্ত্রী, ১ মেয়ে ও ২ ছেলে সহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এ.কে সুজাউল করিম এর গ্রামের বাড়ি মৌলভীবাজার সদর উপজেলার বড়কাপন গ্রামে। তার শৈশব কেটেছে শহরের মুসলিম কোয়ার্টারের পারিবারিক বাসায়। মৌলভীবাজারের মোস্তফাপুরে তার বাসা রয়েছে।
এ.কে সুজাউল করিম তৎকালীন পূর্ব পাকিস্তান ছাত্রলীগের মৌলভীবাজর মহকুমার সাধারণ সম্পাদক ছিলেন। তিনি ১১ দফা আন্দোলনের একজন সংগঠক, সাংস্কৃতিক কর্মী, জাতীয়তাবাদী আন্দোলনের অগ্রসৈনিক এবং ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেন। স্বাধীনতার পর তিনি সুইডেন চলে যান। তিনি রাজনৈতিক তাত্ত্বিক ও সমাজ বিশ্লেষক সিরাজুল আলম খান প্রণীত প্রাদেশিক ব্যবস্থা ও দ্বি-কক্ষ বিশিষ্ট সংসদীয় ব্যবস্থার প্রচারে ও প্রসারে নিয়োজিত ‘জনতার পাঠশালা’ নামক সামাজিক সংগঠনের একজন উদ্যোক্তা ছিলেন।
এ.কে সুজাউল করিম এর মৃত্যুতে জনতার পাঠশালার পক্ষ থেকে গভীর শোক প্রকাশ করেছেন বীর মুক্তিযোদ্ধা সৈয়দ নাছির উদ্দিন আহমদ, রাজনীতিবিদ আব্দুল খালিক, কানাডা প্রবাসী বীর মুক্তিযোদ্ধা শাহেদ বক্ত ময়নু, রাজনীতিবিদ হোসেন আহমদ, সাংবাদিক চৌধুরী দেলওয়ার হোসেন জিলন, মোহাম্মদী অফসেট প্রেসের স্বত্ত্বাধিকারী এম.এইচ.আর সামিম চৌধুরী, সমাজকর্মী পৃথ্বিশ তালুকদার, ব্যবসায়ী মনিরুজ্জামান খান সেলিম, কবি-সাংবাদিক সৌমিত্র দেব টিটু, মালঞ্চ বকু সেন্টারের স্বত্ত্বাধিকারী আব্দুল লতিফ, আইন শিক্ষার্থী কামরুন্নাহার রিয়া প্রমুখ।
নেতৃবৃন্দ শোকবার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জ্ঞাপন করেছেন। বিজ্ঞপ্তি