র্যাবের কাছে গ্রেফতার ২ জনের স্বীকারোক্তি
ব্যাটারি চুরিতে বাধা দেয়ায় তাহিরপুরে গ্রাম পুলিশকে হত্যা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ মে ২০২১, ৪:২৭:১৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:: সুনামগঞ্জের তাহিরপুরে গ্রাম পুলিশ আব্দুর রউফ হত্যার ঘটনায় প্রধান আসামীসহ দু’জনকে আটক করেছে র্যাবের।
গত শুক্রবার বিকেল সোয়া ৫ টার দিকে র্যাব-৯ এর একটি টহল দল সুনামগঞ্জের তাহিরপুর থানার হলহলিয়া চরগাঁও এলাকায় অভিযান চালিয়ে প্রধান আসামী উপজেলার হলহলিয়া চরগাঁও গ্রামের মলাই মিয়ার পুত্র আব্দুল হেকিম (৩০) ও তার সহযোগী উপজেলার বোরখড়া গ্রামের হাফিজ উদ্দিনের পুত্র এলামুল হক ওরফে শাবনুর (২৫) আটক করা হয়।
হলহলিয়া চরগাঁও গ্রামের আকবর আলীর পুত্র সোহেল মিয়া (২৮) সহ তিন জন মিলে এ হত্যাকান্ড ঘটিয়েছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা র্যাবের কাছে স্বীকার করে।
তারা আরো জানান, গত ৫ মে রাত সাড়ে ৯ টা থেকে সাড়ে ১০ টা পর্যন্ত নিকটবর্তী হাওরের খোলা জায়গায় বসে আড্ডা দেয় তারা। পরবর্তীতে রাত প্রায় ২ টা ১০ মিনিটের দিকে তিনজন মিলে শাবনুরের দাদার (সফদর আলী) খলা থেকে ধান চুরি করে নিজের ঘরে রাখে। পরবর্তীতে রাত প্রায় ২ টা ৪০ মিনিটের দিকে শাবনুর তার দুই সহযোগীকে বাড়িতে এগিয়ে দিতে রওয়ানা হয়। তখন সামান্য ঝড় বৃষ্টি শুরু হলে তারা শাবনুরের বাংলো ঘরের বারান্দায় কিছুক্ষণ অবস্থান করে। সে সময় সোহেল মিয়া তাদের জানায় যে, তার একটি সৌর বিদ্যুতের ব্যাটারি দরকার। তখন আব্দুল হেকিম বলে চৌকিদার আব্দুর রউফের ঘরে একটি ব্যাটারি আছে সেটা তুই নিয়ে নে, আমাদের কিছু টাকা দিয়ে দিস। পরে রাত সাড়ে ৩ টার দিকে তারা তিনজন মিলে আব্দুর রউফের দরজাবিহীন বসতঘরে প্রবেশ করে। হেকিম ব্যাটারি খুলে নিয়ে আসার সময় ভিকটিম রউফ সজাগ হয়ে পড়ে। সে চিৎকার করে তাদেরকে ঝাপটে ধরতে চাইলে সোহেল মিয়া তার হাতে থাকা চাকু দিয়ে রউফকে আঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়। তারপর হেকিম তার হাতে থাকা টিপ চাকু দিয়ে রউফকে বুকে আঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে। একই সময় শাবনুর তার হাতে থাকা চাকু দিয়ে রউফকে লক্ষ্য করে আঘাত করলে তা লক্ষ্যভ্রষ্ট হয়ে হেকিমের বাম হাতের কব্জির উপরে লেগে জখম হয়। বাড়ির লোকজনের চিৎকার চেচামেচিতে হেকিম কাঁধে ব্যাটারি নিয়ে দৌঁড় দেন। পরবর্তীতে পলাতক আসামী সোহেল ব্যাটারি নিয়ে চলে যায়। সকালে থানাপুলিশ রউফের মরদেহ উদ্ধার করে।
পলাতক সোহেল মিয়াকে আটক করার জন্য র্যাবের গোয়েন্দা দল তৎপর রয়েছে। আটককৃত ব্যক্তিদের তাহিরপুর থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে।