ব্রিটেনের কাউন্সিলর তাজপুরের সামছুল
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৪ মে ২০২২, ৭:০২:৪৯ অপরাহ্ন

যুক্তরাজ্যের স্থানীয় সরকার নির্বাচনে কাউন্সিলর হয়েছেন ওসমানীনগর উপজেলার তাজপুরের সন্তান ছাদেক মিয়া সামছু। পেশায় ব্যবসায়ী সামছু গেরেট্স গ্রীণ, বার্মিংহাম এলাকা থেকে লেবার পার্টির প্রার্থী হিসেবে দ্বিতীয়বারের মতো কাউন্সিলর নির্বাচিত হলেন।
গত বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে তিনি সর্বোচ্চ ভোট পেয়ে নির্বাচিত হন। এর আগে ২০১৮ সালের ৫ মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি একই দল থেকে কাউন্সিলর নির্বাচিত হয়েছিলেন। ছাদেক মিয়া সামছু দীর্ঘদিন ধরে ব্রিটেনের লেবার পার্টির রাজনীতির সঙ্গে জড়িত। তিনি লেবার পার্টির গেরেট্স গ্রীণ, বার্মিংহাম শাখারসহ সভাপতির দায়িত্ব পালন করছেন। তিনি তাজপুর ইউনিয়নের রঙ্গিয়া (বরায়া) এলাকার ফরিদ মিয়ার দ্বিতীয় সন্তান। বিজ্ঞপ্তি