ব্রুনাইয়ে বাংলাদেশের প্রথম নারী হাইকমিশনার সুমনা
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ জুন ২০২০, ১:৩২:৫৩ অপরাহ্ন

পেশাদার কূটনীতিক নাহিদা রহমান সুমনাকে ব্রুনাইয়ে বাংলাদেশের পরবর্তী হাইকমিশনার হিসাবে নিয়োগ দিয়েছে সরকার। এ নিয়োগ নিয়ে বহুদিন ধরে গুঞ্জন চলছিলো, অবশেষে সোমবার আনুষ্ঠানিক ঘোষণা এলো পররাষ্ট্র মন্ত্রণালয়ের তরফে।
বাংলাদেশের সঙ্গে নানা কারণে ঘনিষ্ঠ সম্পর্ক থাকা ব্রুনাই দারুস সালামে সুমনাই হবেন ঢাকার পাঠানো প্রথম নারী রাষ্ট্রদূত। সেগুনবাগিচার বিজ্ঞপ্তি মতে, বিসিএস পররাষ্ট্র ক্যাডারের ১৭ তম ব্যাচের কর্মকর্তা সুমনা বর্তমানে মন্ত্রণালয়ের আঞ্চলিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক। তার আগে তিনি কনস্যুলার ও কল্যাণ অনুবিভাগের প্রধানের দায়িত্বে ছিলেন।
দেশের বাইরে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্টে ছিলেন ব্রাসিলিয়ায়। ব্রাজিলে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মিজারুর কয়েস আচমকা মারা গেলে সুমনা মিশনে চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্বপালন করেন। তার আগে তিনি অটোয়া, কলকাতা ও ক্যানবেরা মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন।