তিন ম্যাচের ক্রিকেট সিরিজে রাগীব-রাবেয়া স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন
ভালো খেলোয়াড় তৈরিই আমাদের মূল লক্ষ্য: দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ১৮ ফেব্রুয়ারি ২০২১, ৭:০৪:১৩ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার :
রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ও ঢাকার পল্লীমা ক্রিকেট সেন্টারের মধ্যে তিন ম্যাচের চ্যালেঞ্জ সিরিজ-২০২১ এর চূড়ান্ত খেলা ও সমাপনী অনুষ্ঠান গতকাল বুধবার বিকেল ৩টায় রাগীবনগরে অনুষ্ঠিত হয়।
তিন ম্যাচের চ্যালেঞ্জ সিরিজে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি চ্যাম্পিয়ন ও ঢাকার পল্লীমা ক্রিকেট সেন্টার রানার্সআপ হয়।
পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান, সিলেটের প্রথম বেসরকারি মেডিকেল কলেজ জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ ও হাসপাতালের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এবং রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দানবীর ড. রাগীব আলী।
লিডিং ইউনিভার্সিটির ডেপুটি রেজিস্ট্রার (এডমিশন) কাওসার হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন- লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক, রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সচিব মেজর (অবঃ) শায়েখুল হক চৌধুরী, সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক, নির্বাহী সদস্য মাসুক রানা।
প্রধান অতিথির বক্তব্যে দানবীর ড. রাগীব আলী বলেন, খেলাধুলা দেশ ও জাতিকে বিশ্বের কাছে তুলে ধরার অন্যতম মাধ্যম। খেলাধুলা ব্যক্তিত্ব বাড়ায়। মানসিক বিকাশ ও সুস্থ দেহ-মনের জন্য সহায়ক। মাদকমুক্ত সমাজ ও সুস্থ সুন্দর জীবন গঠনে খেলাধুলার গুরুত্ব অপরিসীম। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি প্রতিষ্ঠার প্রেক্ষাপট বর্ণনা করে তিনি বলেন, ভালো খেলোয়াড় তৈরি করাই আমাদের মূল লক্ষ্য। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা একদিন দেশে-বিদেশে আমাদের সুনাম ছড়িয়ে দেবে-এটাই আমাদের প্রত্যাশা।
লিডিং ইউনিভার্সিটির ট্রেজারার ও ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক বলেন, দানবীর ড. রাগীব আলী সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করে দেশে নজির স্থাপন করেছেন। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি একটি ব্যতিক্রমী প্রতিষ্ঠান। দেশের এমন কোন প্রান্ত নেই-যেখানে দানবীর ড. রাগীব আলীর হাতের ছোঁয়া লাগেনি। যেখানে অন্ধকার সেখানে আলো ছড়িয়েছেন তিনি।
রাগীব-রাবেয়া ফাউন্ডেশন ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির সচিব মেজর (অবঃ) শায়েখুল হক চৌধুরী বলেন, খেলাধুলা শিক্ষারই একটি অংশ। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির শিক্ষার্থীরা সুস্থ সুন্দর জীবন বিনির্মাণে লেখাপড়ার পাশাপাশি খেলাধুলায় দক্ষতার পরিচয় দিয়ে প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করবে বলে আমার বিশ্বাস।
সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক ফরিদ আহমদ তারেক বলেন, দানবীর ড. রাগীব আলীর অনেক সুনাম দূর থেকে অবলোকন করেছি। আজ রাগীবনগরে এসে লিডিং ইউনিভার্সিটির ক্যাম্পাস, শহীদ মিনার ও রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির কার্যক্রম দেখে আমি মুগ্ধ। তিনি দানবীর ড. রাগীব আলীর দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনা করে-এই ব্যক্তিকে যথাযথ মূল্যায়নের আহ্বান জানান।
এর আগে গত সোমবার রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ও ঢাকার পল্লীমা ক্রিকেট সেন্টারের মধ্যে তিন ম্যাচের সিরিজের উদ্বোধন হয়। সিরিজের প্রথম ম্যাচে ১৫৯ রানের বিশাল জয় পায় রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমী।
সিরিজের উদ্বোধন করেন লিডিং ইউনিভার্সিটির ভারপ্রাপ্ত উপাচার্য বনমালী ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন- রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির পরিচালক জমিরুল হক তালুকদার।
উদ্বোধনের পর রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি টসে জিতে প্রথমে ব্যাট করে ৪০ ওভারে ২৫৬ রান করে। দলের হয়ে আব্দুর রহমান ৬৫, রাইসুর ৪৫ ও তানভীর ৩২ রান করে। পল্লীমা ক্রিকেট সেন্টারের ইয়াসিন ৩৪ রান খরচায় ৩ উইকেট, ইমরান ৩০ রানে ২টি ও প্রাঞ্জল ৪০ রানে ২টি উইকেট নেন।
২৫৭ রানের টার্গেট নিয়ে খেলতে নেমে ৯৭ রানে অল আউট হয় পল্লীমা ক্রিকেট সেন্টার। দলের হয়ে আবিদ ২৮, ইমরান ২১ রান করে। রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমির রিনাদ ২১ রানের বিনিময়ে ৪ উইকেট, অনাবিল ১৪ রানে ২টি ও ফারুক ১৮ রানে ২ উইকেট লাভ করে।
খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হন রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমীর রিনাদ।
সিরিজের দ্বিতীয় ম্যাচে ২৬ রানে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমী জয়ী হয় এবং গতকাল বুধবার সিরিজের তৃতীয় ম্যাচে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ও ঢাকার পল্লীমা ক্রিকেট সেন্টারের মধ্যে অনুষ্ঠিত খেলায় উভয় দলের রান সমান হওয়ায় খেলা ড্র হয়। খেলায় দু’টিতে জয়ী ও একটিতে ড্র হওয়ায় সিরিজ জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে রাগীব-রাবেয়া বাংলাদেশ স্পোর্টস একাডেমি ।