সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলন
মইয়ারচরে পৈতৃক সম্পত্তি রক্ষা করতে গিয়ে হামলা-মামলার শিকার এক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৮:২২:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : মইয়ারচরে পারিবারিক সম্পত্তি রক্ষা করতে গিয়ে মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছেন এক নারী ও পরিবারের সদস্যরা। তাদেরকে সামাজিকভাবে হেয় করার পাশাপাশি প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে। অন্যদিকে, জাল দলিল করে সম্পত্তি দখলের চেষ্টা অব্যাহত রেখেছে ভূমিখেকো চক্র।
গতকাল বুধবার সিলেট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এ অভিযোগ করেছেন জালালাবাদ থানার সোনাতলা মইয়ারচর গ্রামের আলাউদ্দিনের স্ত্রী পিয়ারুন নেছা। একইসঙ্গে থানা পুলিশের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগও তুলেছেন তিনি।
লিখিত বক্তব্যে পিয়ারুন নেছা বলেন, ‘বাবা তৈয়ব আলীর রেখে যাওয়া ৬৯ শতক জমি রয়েছে। কিছুদিন আগে জালালাবাদ থানার সোনাতলা এলাকার সাদিপুর গ্রামের মৃত নুনু মিয়ার ছেলে আব্দুল আলী, তার স্ত্রী আজিরুন নেছা, মৃত ফরিদ মিয়ার ছেলে আছাব মিয়া, আব্দুল হান্নান গং এই জমির দখল নিতে বিভিন্ন দলিল তৈরি করে মাঠপর্সা নিয়ে নেয়।’
তিনি আরও বলেন, ‘এখন জমিটি জোরপূর্বক দখল নিতে ভূমিখোকো চক্র আব্দুল আলী তার সন্ত্রাসী বাহিনী সীমানা প্রাচীর নির্মাণ কাজ অব্যাহত রেখেছে। এতে বাধা দিতে গেলে তার সন্ত্রাসী বাহিনী দিয়ে আমাদের উপর নির্যাতন চালাচ্ছে।’
পিয়ারুন নেছা জানান, বিষয়টি স্থানীয় প্রশাসনকে জানালেও তারা ভূমিখেকো চক্রকে সহযোগিতা করছে। এমনকি মিথ্যা ও চাঁদাবাজির মামলা দিয়ে হয়রানি করছে। বিষয়টি সমাধানে স্থানীয়ভাবে কয়েকবার উদ্যোগ গ্রহণ করা হলেও সমাধান আসেনি।
পিয়ারুন নেছা অসহায়ত্ব প্রকাশ করে বলেন, ‘আমাদের সহযোগিতা করায় আত্মীয় জাবেদ মিয়াকেও মামলা দিয়ে হয়রানি করছে। আব্দুল আলীর লোক জকিগঞ্জের মানিকপুর সরিষা গ্রামের মৃত ময়নুল হকের ছেলে বর্তমানে নগরীর বাগবাড়ীর বাসিন্দা মো. মুফিকুল হক গত ৫ জানুয়ারি বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা করেন। চাঁদাবাজির মিথ্যা অভিযোগ দিয়ে এ মামলায় জাবেদ মিয়াকে হয়রানির চেষ্টা করা হয়। পরে এই মিথ্যা মামলা থেকে আদালত আমাদের ৪ জনের জামিন মঞ্জুর করেন।’
মামলায় মিথ্যা ও বানোয়াট তথ্য উপস্থাপন করা হয়েছে দাবি করে তিনি বলেন, ‘মামলায় যে ঘটনার স্থান ও সময় উল্লেখ করা হয়েছে সে সময় জাবেদ তার চাকরির ডিউটিতে ছিলেন। ডিউটিরত স্থানে সিসি ক্যামেরায় প্রমাণ রয়েছে।’
পুলিশের অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, ‘আমরা কয়েকবার থানায় মামলা দিতে গেলেও পুলিশ টালবাহানা করে যাচ্ছে। অন্যদিকে আব্দুল আলী বাহিনী দিয়ে আমাদের বাড়ি ঘরে হামলা চালাচ্ছে। তাদের বিরুদ্ধে প্রশাসন কোনো ব্যবস্থা নিচ্ছে না।’
তিনি আরও জানান, গত ১ ডিসেম্বর বিকেল ৪টার দিকে আসামিরা দলবদ্ধ হয়ে দেশীয় অস্ত্রে-শস্ত্রে সজ্জিত হয়ে বিরোধপূর্ণ ভূমিতে অবৈধ সাইনবোর্ড স্থাপন করে। এতে ভূমিখেকো চক্রকে বাধা দিলে মামলা, লাশ গুম ও মিথ্যা মামলাসহ প্রাণনাশের প্রকাশ্যে হুমকি দিয়ে অস্ত্রের মুখে আমাদের তাড়িয়ে দেয়। বর্তমানে ভূমিখেকো চক্র জমি দখলের কাজ চালিয়ে যাচ্ছে। এ অবস্থায় বিষয়টির প্রতিকার চেয়ে সংশ্লিষ্ট প্রশাসনসহ উর্ধ্বতন মহলের সহযোগিতা ও সুদৃষ্টি কামনা করেন অসহায় এই নারী।