মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্টের ৩ দিনব্যাপি বার্ষিক উৎসব আজ শুরু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৩ সেপ্টেম্বর ২০২২, ৫:০৩:২৬ অপরাহ্ন

মহালয়া উদযাপন পরিষদ শ্রীহট্ট ১৪২৯ বাংলার ৩১ বছর পূর্তি উপলক্ষে ৩ দিনব্যাপী বার্ষিক উৎসব আজ শুক্রবার শুরু হচ্ছে। নগরীর মীরাবাজারস্থ বলরাম জিউর আখড়ায় সকাল সোয়া ৮টায় জাতীয় পতাকা, মহালয়া পতাকা ও সমিতির পতাকা উত্তোলনের মাধ্যমে উৎসবের উদ্বোধন করা হবে। উদ্বোধন করবেন সিলেট রামকৃষ্ণ মিশন আশ্রমের সম্পাদক স্বামী চন্দ্রনাথানন্দজী মহারাজ।
এরপর সকাল ৯টায় চিত্রাংকন প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. জাকির হোসেন। দিনের অন্যান্য কর্মসূচীর মাঝে রয়েছে- চণ্ডীপাঠ প্রতিযোগিতা, গীতাপাঠ প্রতিযোগিতা, ধর্মীয় গল্পবলা প্রতিযোগিতা, ধর্মীয় কুইজ প্রতিযোগিতা। বিকেলে নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার উদ্বোধন করবেন সিলেট জেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খাঁন। সন্ধ্যা ৬টায় নির্ধারিত কবিতা আবৃত্তি প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
অনুষ্ঠানের দ্বিতীয় দিন আগামীকাল শনিবার সকাল সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে রক্তদান কর্মসূচি। এর উদ্বোধন করবেন সিলেট এম.এ.জি. ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাহবুবুর রহমান ভূঁইয়া। বিশেষ অতিথি থাকবেন এসএমপি সিলেটের উপ-পুলিশ কমিশনার মো. আজবাহার আলী শেখ ও দৈনিক সিলেটের ডাকের বার্তা সম্পাদক সমরেন্দ্র বিশ্বাস সমর। দিনের অন্যান্য কর্মসূচীতে রয়েছে- মাতৃ সংগীত প্রতিযোগিতা, মহাপ্রসাদ বিতরণ, সারদা সংঘের প্রশিক্ষণার্থী শিল্পীবৃন্দের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেলে সমাজের সুবিধা বঞ্চিত মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করা হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান। বিশেষ অতিথি থাকবেন সিনিয়র সাংবাদিক আল-আজাদ, অধ্যক্ষ প্রশান্ত কুমার সাহা, শাবিপ্রবির প্রফেসর ড. হিমাদ্রী শেখর রায়, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পরিষদের যুগ্ম সমন্বয়কারী এডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস।
অনুষ্ঠানের শেষ দিন রোববারের কর্মসূচীতে রয়েছে- সমবেত চণ্ডীপাঠ, সাংস্কৃতিক অনুষ্ঠান, সিলেটের ধর্ম ও সমাজসেবায় দু’জনকে সম্মাননা প্রদান এবং সিলেটের চার জেলার চারজন রত্নগর্ভা মাকে সম্মাননা প্রদান, ধর্মসভা, অরুণ আলোর অঞ্জলির মোড়ক উন্মোচন ও পুরস্কার বিতরণ এবং সুবিধাবঞ্চিতদের মধ্যে বস্ত্র বিতরণ। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। বিশেষ অতিথি থাকবেন ভারতীয় সহকারী হাই কমিশন সিলেটের সহকারী হাই কমিশনার নীরাজ কুমার জয়সওয়াল।
উৎসবে সিলেটের দল মত নির্বিশেষে মহাময়ার সকল ভক্ত সজ্জনদের উপস্থিতি ও সার্বিক সহযোগিতা কামনা করেছেন পরিষদের সভাপতি বাংলাদেশ ব্যাংকের অবসরপ্রাপ্ত ডি.জি.এম প্রণব কুমার দেবনাথ ও সাধারণ সম্পাদক এপেক্সিয়ান চন্দন দাশ।-বিজ্ঞপ্তি