লিডিং ইউনিভার্সিটিতে ভাষার মাস উদযাপন
মাতৃভাষা সর্বস্তরে ব্যবহারের জন্য সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে ——-দানবীর ড. রাগীব আলী
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০২ ফেব্রুয়ারি ২০২৩, ৭:৫০:০৫ অপরাহ্ন

ডাক ডেস্ক : মানবতার কল্যাণে নিবেদিত রাগীব-রাবেয়া ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান, অসংখ্য শিক্ষা, সমাজসেবামূলক প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা, লিডিং ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান, দৈনিক সিলেটের ডাক-এর সম্পাদকমন্ডলীর সভাপতি দানবীর ড. রাগীব আলী বলেছেন, মাতৃভাষা সর্বস্তরে ব্যবহারের জন্য সমন্বিতভাবে ভূমিকা রাখতে হবে। তিনি ভাষার মাসের প্রথম দিনে সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।
গতকাল বুধবার লিডিং ইউনিভার্সিটিতে ভাষার মাস উদযাপন উপলক্ষে আন্তর্জাতিক মাতৃভাষার উপর আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং রাবেয়া খাতুন চৌধুরী গ্রন্থাগার সমৃদ্ধকরণে বই প্রদান কর্মসূচিতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভারপ্রাপ্ত) ও ট্রেজারার বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সদস্য আব্দুল হাই।
ভাষার মাস প্রতিবাদের মাস উল্লেখ করে সভাপতির বক্তব্যে বনমালী ভৌমিক বলেন, বাংলা ভাষা ব্যবহারে সমৃদ্ধি পেয়েছে এবং ভবিষ্যতে এ ভাষার মর্যাদা আরও বাড়বে। তিনি ভাষার মাসে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সবাইকে বই প্রদানের আহ্বান জানান।
বিশেষ অতিথির বক্তব্যে আব্দুল হাই বলেন, মাতৃভাষার পাশাপাশি অন্য ভাষা সম্পর্কেও জানতে হবে।
কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক কাজী মো. জাহিদ হাসানের পরিচালনায় স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. মফিজুল ইসলাম। বক্তব্য রাখেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ড. বশির আহমেদ ভুঁইয়া, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ও ছাত্রকল্যাণ উপদেষ্টা প্রফেসর ড. মো. মাইমুল আহসান খান, কলা ও আধুনিক ভাষা অনুষদের ডিন ড. মো. রেজাউল করিম, পরীক্ষা নিয়ন্ত্রক ড. মোস্তাক আহমাদ দীন।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারকে সমৃদ্ধকরণে প্রথম দিনে শিক্ষক ও কর্মকর্তাগণ কয়েকশ বই প্রদান করেছেন।
দ্বিতীয় পর্বে লিডিং ইউনিভার্সিটির কালচারাল ক্লাবের উপদেষ্টা শাম্মী আক্তারের তত্ত্বাবধানে ভাষার মাস উদযাপন উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানে ক্লাবের সদস্যরা দলীয় গান পরিবেশন করেন। অনুষ্ঠানে স্বরচিত কবিতা পাঠ করেন দানবীর ড. রাগীব আলী। ভাষার উপর গান পরিবেশন করেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত নিয়মিত শিল্পী রাখী ভৌমিক এবং স্বরচিত কবিতা আবৃত্তি করেন আইন বিভাগের প্রভাষক মো. রেজাউল করিম।
অনুষ্ঠানে লিডিং ইউনিভার্সিটির ট্রাস্টি বোর্ডের সচিব ইঞ্জিনিয়ার মো. লুৎফর রহমান, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর রানা এম লুৎফুর রহমান পীর, চীফ লাইব্রেরিয়ান ড. মো. রাশেদুল আজিম, লাইব্রেরিয়ান মো. আব্দুল হাই সামেনি, পরিচালক অর্থ ও হিসাব মোহাম্মদ কবির আহমেদ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।