মাদ্রাসা নয় মসজিদের মুতাওয়াল্লী নির্বাচন নিয়েই ঘটনার সূত্রপাত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ জানুয়ারি ২০২১, ২:১৭:২৮ অপরাহ্ন

নয়াসড়কে সংঘর্ষের ঘটনায় মামলা হয়নি
স্টাফ রিপোর্টার :
নগরীর নয়াসড়কে সংঘর্ষের ঘটনায় থানায় কোন মামলা হয়নি। গত বুধবার বেলা সাড়ে ১২টার দিকে নয়াসড়ক জামে মসজিদের মুতাওয়াল্লী নির্বাচন নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় দু’পক্ষের সংঘর্ষে ৪ জন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এসএমপি’র কতোয়ালী থানার ওসি এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে পাঠানো হয়। তবে, তাদের কেউই গুরুতর নয়। এ ব্যাপারে থানায় কেউ কোন অভিযোগ দেননি। বর্তমানে এলাকার পরিস্থিতি শান্ত রয়েছে।
এদিকে, জামিয়া ইসলামিয়া হুসাইনিয়া মীরবক্সটুলা নয়াসড়ক, সিলেট এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার দৈনিক সিলেটের ডাক-এর শেষ পৃষ্ঠায় ‘নয়াসড়কে মাদ্রাসার কমিটি নিয়ে দু’পক্ষের মধ্যে মারামারি, আহত ৪’ শীর্ষক সংবাদ প্রসঙ্গে ভিন্নমত পোষণ করা হয়েছে।
মাদ্রাসা কমিটির মুহতামিম মাওলানা মো. সাইফুল্লাহ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নয়াসড়ক জামে মসজিদের মুতাওয়াল্লী নির্বাচনকে কেন্দ্র করে মাদ্রাসা কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে মসজিদ কর্তৃপক্ষ ওয়াক্ফ এস্টেটের উপস্থিতিতে মাদ্রাসা মসজিদে সভায় বসে এবং একপর্যায়ে বিরোধীয় দু’টি পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে মাদ্রাসার কোন সম্পৃক্ততা নেই।