মাধবপুরে ট্রাকের সংঘর্ষে হেলপার নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৭ এপ্রিল ২০২২, ৬:০৯:৩৫ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ)থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কে মাধবপুর উপজেলা বেজুড়া নামক স্থানে দুটি ট্রাকের সংঘর্ষে হেলপার মিনহাজ উদ্দিন (১৮) নিহত হয়েছেন। নিহত মিনহাজ উদ্দিন সিলেটের গোয়াইনঘাট থানার কলিমনগর গ্রামের সেলিম মিয়ার ছেলে।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মো. সালেহ আহম্মেদ জানান, ঢাকা থেকে সিলেটগামী ঢাকা মেট্রো ট- ২২-১৯০০ নং এর গাড়ীটি নিয়ন্ত্রণ হারিয়ে অপর একটি ট্রাককে ে
পছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের সামনের অংশ ভেঙ্গে গিয়ে চালকের সহকারী মিনহাজ উদ্দিনকে আঘাত করে। এতে মিনহাজ ঘটনাস্থলেই মারা যায়। পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক এবং নিহতের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য হবিগঞ্জ মর্গে প্রেরণ করেছে।