মাধবপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ অক্টোবর ২০২১, ৩:১৮:১২ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুরে পানিতে ডুবে আয়ুস কর্মকার (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার সকালে উপজেলার আদাঐর ইউনিয়নের মৌজপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ওই গ্রামের জহরলাল কর্মকারের ছেলেকে পুকুরের পানিতে ভেসে থাকতে দেখেন পরিবারের লোকজন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য আনোয়ার হোসেন অনু মিয়া।