মাধবপুরে পুকুরে পড়ে শিশুর মৃত্যু
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৮ এপ্রিল ২০২১, ৯:০১:৪১ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা :
হবিগঞ্জের মাধবপুরে পুকুরে পড়ে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশু সজীব (২) বেলাপুর গ্রামের আব্দুর রহমানের পুত্র। গতকাল বুধবার সকালে উপজেলার চৌমুহনী ইউনিয়নের বেলাপুর গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, সজিব বাড়ির লোকজনের অগোচরে খেলতে গিয়ে বাড়ির পাশে পুকুরে পড়ে মারা যায়। চৌমুহনী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ আপন মিয়া পুকুরে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।