মাধবপুরে প্রাইভেট কারের ধাক্কায় নিহত ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২২ আগস্ট ২০২১, ৩:৫০:৩৩ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট কারের ধাক্কায় শাহেদ আলী (৬০) নামে এক পথচারী নিহত হয়েছেন। তিনি উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের বেঙ্গাডোবা গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে। গতকাল শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, শনিবার সকালে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় ঢাকাগামী একটি প্রাইভেট কার রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারীকে ধাক্কা দিয়ে গুরুতর আহত করে। স্থানীয়রা শাহেদ আলীকে উদ্ধার করে হবিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।