মাধবপুরে প্রায় ৪ হাজার ইয়াবাসহ আটক ১
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৬ মে ২০২১, ৫:১২:০৫ অপরাহ্ন

অনলাইন ডেস্ক::
হবিগঞ্জের মাধবপুর থেকে ৩ হাজার ৯ শত ৬৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ সেলিম মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৯।
বুধবার (৫ মে) বিকাল আনুমানিক ৩ টা ৪০ মিনিটের দিকে সিপিসি-২ শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। এসময় তার কাছ থেকে ইয়াবা ট্যাবলেটগুলো উদ্ধার করা হয়।
আটক সেলিম মিয়া ব্রাহ্মনবাড়িয়া এলাকার বিজয়নগরের মৃত ধন মিয়ার ছেলে।
বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর এএসপি ও মিডিয়া অফিসার ওবাইন।