মাধবপুরে বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৯ নভেম্বর ২০২১, ২:৪৬:৫২ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলার বাখরনগর নামকস্থানে গতকাল রোববার দুপুরে দ্রুতগামী একটি বাসের ধাক্কায় মোটর সাইকেল আরোহী মুক্তার হোসেন নিহত হয়েছেন। তিনি শাহজীবাজার ৮০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের একজন কর্মী ছিলেন । নিহত মুক্তার হোসেন উপজেলার রিয়াজনগর গ্রামের মৃত আদিল হোসেনের পুত্র। শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি মাইনুল ইসলাম জানান,মুক্তার হোসেন শাহজাহান নামে একজনকে নিয়ে মোটর সাইকেলযোগে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে অলিপুর যাচ্ছিলেন। বাখরনগর নামক স্থানে পৌঁছতেই ঢাকা থেকে সিলেটগামী এনা পরিবহনের একটি বাস মোটর সাইকেলটিকে ধাক্কা দিলে মুক্তার ছিটকে পরে ঘটনাস্থলেই মারা যান ও চালক শাহজাহান আহত হন। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। বাসটি আটক করা হয়েছে।-বিজ্ঞপ্তি