মাধবপুরে মাদক কারবারির সাথে দেখা করতে এসে ভারতীয় নাগরিক আটক
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৬ নভেম্বর ২০২২, ৫:৫৯:৪১ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে মাদক কারবারির সাথে দেখা করতে সীমান্ত দিয়ে অবৈধভাবে অনুপ্রবেশ করে ধরা পড়েছেন ভারতীয় এক যুবক। আটক ভারতীয় নাগরিক অরুণ সরকার (৩১) পশ্চিম ত্রিপুরা জেলার বিজয়নগর উপজেলার সুনীল সরকারের ছেলে। অরুণ মাধবপুরের চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সঙ্গে দেখা করতে এসেছিলেন বলে পুলিশ জানিয়েছে। গতকাল শুক্রবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আব্দুর রাজ্জাক বলেন, অরুণ সরকার প্রায়ই অবৈধভাবে বাংলাদেশে আসা-যাওয়া করতেন। গত বৃহস্পতিবার বিকেলেও তিনি বড়জালা সীমান্তে কাটাতারের বেড়া পেরিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন। এ সময় স্থানীয় লোকজন তাকে আটক করে পুলিশে খবর দেয়। পরে কাশিমনগর ফাঁড়ির একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করে। তার বিরুদ্ধে বাংলাদেশ কন্ট্রোল অব এন্ট্রি আইন, ১৯৫২ এর ৪ ধারায় মাধবপুর থানায় মামলা দায়ের করা হয়েছে। ওসি জানান, অরুণ দাবি করেছেন তিনি মাধবপুরের চৌমুহনী এলাকায় বিয়ে করেছেন। তিনি সেখানে শ^শুরালয়ে এসেছিলেন।
মামলার বাদি মাধবপুর কাশিনগর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. ইসমাইল হোসেন জানান, বাংলাদেশের মাদক বিক্রেতাদের সঙ্গে অরুণের যোগাযোগ রয়েছে।