মাধবপুরে শিশুর আমগাছে ঢিল ছোড়া নিয়ে সংঘর্ষে আহত ৪
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২১ মে ২০২২, ৪:৩৫:২৮ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা : মাধবপুরে প্রতিবন্ধী শিশুর আম গাছে ঢিল দেয়াকে কেন্দ্র করে সংঘর্ষে পিতা-পুত্রসহ ৪জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার বিকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের সুন্দুরপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন- জয়নাল মিয়া (৪৫) এবং তার তিন ছেলে মুমিন মিয়া (২১), মন্নান মিয়া (১৮) ও প্রতিবন্ধী সোহাগ (১১)। আহত অবস্থায় তাদের উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়।
জানা যায়, জয়নাল মিয়ার প্রতিবন্ধী ছেলে সোহাগ দুপুরে ওই গ্রামের প্রতিবেশী রাজ্জাক মিয়ার আম গাছের নিচে গেলে কে-বা কারা ওই সময় আম গাছে ঢিল মারে। এসময় রাজ্জাক মিয়ার ছেলে আবু মিয়া এসে প্রতিবন্ধী সোহাগকে মারধর করে। এনিয়ে তর্ক বিতর্কে জড়িয়ে পড়লে রাজ্জাক মিয়ার পরিবারের লোকজন লাঠিশোটা নিয়ে জয়নাল মিয়ার বাড়ি তে হামলা চালিয়ে জয়নাল মিয়াসহ তার ৩ ছেলেকে আহত করে। মাধবপুর থানার ওসি (তদন্ত) গোলাম কিবরিয়া হাসান জানান, এবিষয়ে এখনো কোন অভিযোগ হয়নি। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।