‘আমি ভিক্ষা করমু তবু স্বামীর ঘরে না’
মাধবপুরে স্বামীর নির্যাতনে গৃহবধূ হাসপাতালে
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ৩১ মার্চ ২০২১, ১২:৫২:২৮ অপরাহ্ন

মাধবপুর (হবিগঞ্জ) থেকে নিজস্ব সংবাদদাতা::
হবিগঞ্জের মাধবপুরে স্বামীর শারীরিক নির্যাতনে আহত এক গৃহবধূকে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শাহজাহানপুর ইউনিয়নের লোহাইদ গ্রামে গত রোববার রাতে এ নারী নির্যাতনের ঘটনা ঘটে। স্বামীর নির্যাতনে শরীরের বিভিন্ন অংশ থেতলে গেছে। নির্যাতিত গৃহবধূ ৩ সন্তানের জননী আঙ্গুরা বেগম। তিনি লোহাইদ গ্রামের আক্কাছ আলীর স্ত্রী।
আঙ্গুরা বেগম আবেগ জড়িত কণ্ঠে বলেন, বহু চেষ্টা করেছি স্বামীর ঘর করতে। কিন্তু নেশাগ্রস্ত স্বামীর নির্যাতন আর সইতে পারছি না। আমি ভিক্ষা করে খামু তবু স্বামীর ঘরে যামু না। নেশার কাজে বাধা দেয়ায় রোববার রাতে তাকে পিটিয়ে অজ্ঞান করে ফেলে। এ ঘটনায় আঙ্গুরা বেগম গত সোমবার দুপুরে মাধবপুর থানায় স্বামীর বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।
তার বোন জাহেদা খাতুন জানান, খবর পেয়ে বোন আঙ্গুরাকে স্বামীর বাড়ি থেকে এনে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পাষÐ স্বামী তার সন্তানদের সামনেই তার শরীরের বিভিন্ন অঙ্গে নির্যাতন করে। নির্যাতনের এক পর্যায়ে তার বোন আঙ্গুরা জ্ঞান হারিয়ে ফেলে। এর আগেও তার বোনের উপর কয়েক দফা শারীরিক নির্যাতন করা হয়েছিল। যা নিয়ে সালিশ বৈঠক হয়। কিন্তু ৩টি সন্তানের কথা চিন্তা করে আঙ্গুরা নির্যাতনের শিকার হয়েও স্বামীর সংসার ত্যাগ করেনি।
মাধবপুর থানার ডিউটি অফিসার এসআই হুমায়ুন জানান, আঙ্গুরা বেগমের অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।