মিরাবাজার জামেয়ায় ২৭টি ‘এ’ প্লাসসহ পাশের হার ৯৮.১৮%
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ৬:৪৫:৪৮ অপরাহ্ন

এবারের এইচএসসি পরীক্ষায় নগরীর মিরাবাজারস্থ শাহজালাল জামেয়া ইসলামিয়া স্কুল এন্ড কলেজে ২৭টি ‘এ’ প্লাসসহ ২৭০ জন পাশ করেছে। পাশের হার ৯৮ দশমিক ১৮ ভাগ।
সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষায় অংশ নেয় ২৭৫ জন শিক্ষার্থী। এদের মধ্যে ১৩৭ জন ছাত্র পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাশ করেছে ও ১৩৮ জন ছাত্রীর মধ্যে ১৩৩ জন ছাত্রী পাশ করেছে। জিপিএ ৪ এর উপরে পেয়েছে ১৮৫ জন। ছাত্রদের মধ্যে কেউই অকৃতকার্য হয়নি। বিজ্ঞান বিভাগে পাশের হার শতভাগ, মানবিক বিভাগে পাশের হার ৯৮ ভাগ ও ব্যবসায় শিক্ষায় পাশের হার ৯৫ ভাগ।
এ সাফল্যের জন্য প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোহাম্মদ গোলাম রব্বানী মহান আল্লাহর শুকরিয়া আদায় করেন এবং শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গভর্ণিং বডিসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান।
তিনি বলেন, শিক্ষকগণের আন্তরিক পাঠদান এবং নিবিড় তত্ত্বাবধানের কারণেই এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।- বিজ্ঞপ্তি