মেডিকেল রোড থেকে ১ হাজার পিস ইয়াবাসহ যুবক গ্রেফতার
সিলেটের ডাক প্রকাশিত হয়েছে : ২৪ ফেব্রুয়ারি ২০২১, ৪:০৫:৫৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টারঃ সিলেট এমএজি ওসমানী মেডিকেল রোড এলাকা থেকে ১ হাজার ৩শ ৭৭ পিস ইয়াবাসহ বিপ্লব দেবনাথ (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র্যাব-৯। বিপ্লব জকিগঞ্জের লক্ষ্মীরায়ের চক গ্রামের মৃত নৃপেন্দ্র দেবনাথের ছেলে। গতকাল মঙ্গলবার দুপুরে কতোয়ালি থানা পুলিশ আদালতের মাধ্যমে তাকে
জেলহাজতে পাঠিয়েছে।
র্যাব-৯ সিলেটের এএসপি (মিডিয়া) আফসান-আল-আলম জানান, ইয়াবা বিক্রেতা বিপ্লবকে গত সোমবার সন্ধ্যায় সাড়ে ৬ টায় গ্রেফতার করা হয়। মাদক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।